IAS ইন্টারভিউ : মেয়েদের শরীরের কোন অংশ প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়?

প্রতি দুই মাস অন্তর মেয়েদের শরীরের কোন অংশটি পরিবর্তন হয়?

Interview Questions: বেশিরভাগ চাকরির প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে ব্যর্থ হন। আসলে এটি এমন একটা রাউন্ড যেখানে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয়, যা শুনে অনেকেই বিভ্রান্ত হন। এই প্রতিবেদনে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ বলুন তো এমন কোন প্রাণী রয়েছে যে দুধ ও ডিম উভয় দেয়?
উত্তরঃ আসলে প্লাটিপাস (Platypus) নামক একটি প্রাণী রয়েছে, যারা দুধ ও ডিম উভয়ই দেয়।

২) প্রশ্নঃ জানেন বিশ্বের সবচেয়ে কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘরের সংখ্যা রয়েছে?
উত্তরঃ ভারতবর্ষ এমন একটি দেশ, যেখানে সর্বাধিক সংখ্যক ডাকঘর রয়েছে।

৩) প্রশ্নঃ এমন কোন জিনিস যা শীতকালে বেশি প্রয়োজন কিন্তু গ্রীষ্মকালে বেশি পাওয়া যায়?
উত্তরঃ আসলে শীতকালে সূর্যের আলোর বেশি প্রয়োজন হয় কিন্তু তা গ্রীষ্মকালে বেশি পাওয়া যায়। সুতরাং এর উত্তর হবে সূর্যের কিরণ।

৪) প্রশ্নঃ মানবদেহের এমন কোন অঙ্গ যা শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত কখনোই বৃদ্ধি পায় না?
উত্তরঃ চক্ষু এমন একটি অঙ্গ যা শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বৃদ্ধি পায় না।

৫) প্রশ্নঃ জানেন ভারতীয় মুদ্রা (Indian Currency) বিশ্বের আর কোন কোন দেশে চলে?
উত্তরঃ নেপাল আর ভুটান দেশে ভারতীয় মুদ্রার চল রয়েছে।

) প্রশ্নঃ বিশ্বের কোন আগ্নেয়গিরি থেকে আগুনের বদলে বরফের ক্রিস্টাল বের হয়?
উত্তরঃ আন্টার্টিকা মহাদেশে অবস্থিত মাউন্ট ইরেবাস (Mount Erebus) আগ্নেয়গিরি থেকে আগুনের বদলে বরফের ক্রিস্টাল বেরিয়ে আসে।

 

Image

) প্রশ্নঃ এমন কোন ধাতু যাকে একটি ছুরির সাহায্যে দু’ভাগ করা যেতে পারে?
উত্তরঃ সোডিয়াম (Sodium) ধাতুকে একটি ছুরির সাহায্যে সহজেই দু’ভাগ করা যেতে পারে।

৮) প্রশ্নঃ এমন কি জিনিস একজন নারী তার স্বামীকে দিতে পারে না?
উত্তরঃ আসলে ওই নারী তার স্বামীকে উপাধি দিতে পারেনা।

৯) প্রশ্নঃ ভারতের এমন কোন শহর যাকে উল্টে লিখলেও সোজা দেখায়?
উত্তরঃ ওড়িশা রাজ্যের শহর কটক (Cuttack) শহরকে সোজা অথবা উল্টো যেভাবেই লেখা হোক না কেন একই দেখায়।

Image

১০) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশ প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়?
উত্তরঃ আসলে মানবদেহের ভ্রু প্রতি দু’মাস অন্তর পরিবর্তন হয় (বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেয়া হয়)।