ওয়েস্ট ইন্ডিজের ৪ জন ক্রিকেটার, যারা আইপিএলে সিএসকে দলের সদস্য ছিলেন

আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংস একটি শক্তিশালী দল, কারণ এই দলেই রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যার নেতৃত্বে ৪ বার আইপিএল শিরোপা জেতে এই দল। ধোনির নেতৃত্বে অনেক বিদেশি খেলোয়াড় সিএসকে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তবে আজকের প্রতিবেদনে বলা হয়েছে, দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের মোট ৪ জন খেলোয়াড় এখনো পর্যন্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) ডমিনিক ড্রেকস:

Images for Dominic Drakes, Photos, Pictures and Images

ডমিনিক ড্রেকস হলেন ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ খেলোয়াড় যিনি চেন্নাই শিবিরে যোগদান করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের সমর্থকরা সহজেই তাকে চিনে থাকবেন যিনি ২০২১ সিপিএলের ফাইনালে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। তিনি একজন বাঁহাতি ফাস্ট বোলার ও বাঁহাতি ব্যাটার। আন্তর্জাতিক স্তরে এখনও পর্যন্ত তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করেননি, তবে সিএসকে তাকে আইপিলের দ্বিতীয় পর্বে স্যাম কুরানের বদলি হিসেবে চুক্তিবদ্ধ করেছিল।

২) ডোয়েন ব্র্যাভো:

Another big blow to CSK in IPL: Dwayne Bravo ruled out with groin injury |  Sports News,The Indian Express

ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ২০১১ সালে চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকে তিনি প্রতিটি মরসুমে এই দলের হয়ে খেলেছেন। ২০১৩ সালে ৩২টি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ বিজয়ী হয়েছিলেন তিনি। পরিসংখ্যানের কথা বললে এখনো পর্যন্ত, ডোয়েন ব্র্যাভো ১৫১ ম্যাচে ১৫৩৭ রান সহ ১৬৭টি উইকেট নিয়েছেন।

৩) ডোয়েন স্মিথ:

Recent Match Report - Super Kings vs Royals 10th match 2014 |  ESPNcricinfo.com

চেন্নাই সুপার কিংস এর প্রাক্তন ওপেনার ডোয়েন স্মিথ ২০১৪ ও ২০১৫ সালে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলের হয়ে খেলেছিলেন। দুই মরসুমে তিনি ৩২ ম্যাচে ৯৬৫ রান করেছেন। এছাড়াও বল হাতে ৫টি উইকেট তুলে নিয়েছেন।

৪) জেসন হোল্ডার:

HRV Twenty20, HRV Twenty20 2013/14 score, Match schedules, fixtures, points  table, results, news

ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত অলরাউন্ডার ও সানরাইজ হায়দ্রাবাদের বর্তমান খেলোয়াড় জেসন হোল্ডার ২০১৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৬টি ম্যাচ খেলেছিলেন। তবে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। কেবল তিনি রাজস্থানের বিপক্ষে ২টি উইকেট নিয়েছিলেন কিন্তু অন্য পাঁচটি ম্যাচে উইকেটহীন ছিলেন।