২ ভারতীয় খেলোয়াড় যারা ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়া যেকোনও বোলারের ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন। এখনও পর্যন্ত ওয়ানডের ইতিহাসে ২৯ জন বোলার তাদের ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়েছেন।

১৯৭৪ সালে ভারত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল এবং এরপর থেকে ২৪৩ জন ক্রিকেটার ভারতের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন। কিন্তু মাত্র দু’জন বোলারই তাদের ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এবার দেখে নেওয়া যাক:

১) সদাগোপন রমেশ:

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সদাগোপন রমেশ ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার ওয়ানডে অভিষেক করেছিলেন। এরপর সেই বছরই প্রথমবার বোলিং করার সুযোগ পান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। রমেশ প্রথম বলেই ওয়েস্ট ইন্ডিজের নিক্সন ম্যাকলিনকে আউট করেন এবং প্রথম বলেই উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হন। উল্লেখ্য এটিই ছিল রমেশের ক্যারিয়ারের একমাত্র উইকেট।

২) ভুবনেশ্বর কুমার:

বর্তমান ভারতীয় দলের প্রথম সারির ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ২০১২ সালে চেন্নাইয়ে পাকিস্তানের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক করেছিলেন এবং প্রথম বলেই মোহাম্মদ হাফিজকে তার সুইং বোলিং দিয়ে বোল্ড করে সবাইকে অবাক করে দেন। সেই ম্যাচে ৯ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন। ভুবনেশ্বর কুমার এখনও পর্যন্ত ১২১টি ওয়ানডে ম্যাচে ১৪১টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগার ৫-৪২।

জানিয়ে রাখি, ওয়ানডে ক্রিকেটের প্রথম বলে উইকেট নেওয়া শেষ বোলার শ্রীলঙ্কার মহিষ তিক্ষানা। যিনি ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার ৪ জন করে বোলার এই রেকর্ড গড়েছেন। এই রেকর্ড দক্ষিণ আফ্রিকার ৩ বোলারের নামে রয়েছে। এছাড়া ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ড, হংকং, নেপাল, বাংলাদেশ ও কানাডার একজন করে বোলার এই কৃতিত্ব অর্জন করেছেন।