বুদ্ধির খেলা: ইমোজিগুলি যুক্ত করলে কোন সবজির নাম হবে, উত্তর দিলেই আপনি জিনিয়াস

কেবল জিনিয়াসরাই বলতে পারবেন ইমোজিগুলি যুক্ত করলে হয় কোন সবজির নাম হবে

Brain Teaser: আজকাল অনেকেই ব্রেন টিজার বা এই ধরনের মজার ধাঁধা সমাধান করতে বেশ পছন্দ করেন। এটা এমন একটা বিষয় যা নেশার মত, কোনো একটি ধাঁধার সমাধান করতে পারলেই মনে হবে আরও করি। এবার আপনিও যদি সেই দলের মধ্যে পড়েন, তাহলে এই সেই ধাঁধা যার জন্য হয়তো আপনি অপেক্ষা করছিলেন।

এই ধরনের ধাঁধা পোস্টগুলি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছে। এই প্রতিবেদনেও তেমনই একটি ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে, যেখানে আপনাকে ইমোজিগুলি যুক্ত করে বলতে হবে কোন সবজির নাম! আসলে এই ধরনের চ্যালেঞ্জ এর মাধ্যমে আইকিউ লেভেল বোঝার পাশাপাশি কার বুদ্ধি কতটা প্রখর, তা বোঝার একটি ভাল উপায়।

এই ছবিতে দেখা যাচ্ছে তিনটি ইমোজি রয়েছে — মাটির পাত্র, একটি @ এবং পায়ের একটি অংশ। এখন আপনাকে এই তিনটি ইমোজি মিলিয়ে বলতে হবে ছবিতে কোন সবজির কথা বলা হয়েছে! দাবি করা হয়েছে যারা এই চ্যালেঞ্জটি পূরণ করতে পারবেন তাদের জিনিয়াস বললেও ভুল হবেনা। এছাড়া তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনি যত কঠিন ধাঁধার সমাধান করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু ভিন্ন ও পারিপার্শ্বিকভাবে চিন্তা করলেই ধাঁধার রহস্য বেরিয়ে আসবে। এছাড়া মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি সক্রিয় হয়ে ওঠে, ফলে আপনি যেকোন সিদ্ধান্তকে সহজে নিতে পারেন।

আপনি যদি এই চ্যালেঞ্জটি পূরণ করতে সফল হন তাহলে আপনাকে অভিনন্দন। আর যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হল। ছবিতে রয়েছে মাটির পাত্র যাকে ইংরেজিতে Pot (পট) বলে, @ মানে A (আ) বোঝানো হয়েছে আর পায়ের পাতাকে ইংরেজিতে Toe (টো) বলে। এবার এই তিনটি ইমোজি মিলিয়ে হয় পট+আ+টো = পটাটো। যার বাংলায় অর্থ আলু। সুতরাং সবজিটির নাম হবে ‘আলু’।