মস্তিষ্কের ধাঁধা: সাংকেতিক চিহ্ন দুটি দেখে বলতে পারবেন ছবিতে থাকা এই যুবতীর নাম কী হবে?

এই ছবিতে থাকা যুবতীর নাম বলতে হবে দুটি সাংকেতিক চিহ্ন দেখে

Brain Teaser: ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্ম গুলিতে ধাঁধার ছবিগুলি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এগুলি সমাধান করতে অনেকেই পছন্দ করেন, তবে সমাধান করতে মাত্র কজনই সফল হন! এছাড়া এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) পরীক্ষা করে নেওয়ার একটি ভালো উপায়ও। যাইহোক এই প্রতিবেদনে তেমনই একটি ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে।

ছবিতে দেখতে পাচ্ছেন একজন কালো পোশাক পরা যুবতীর পাশে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে। একটি জুতো আরেকটি কলা। এবার এই সাংকেতিক চিহ্ন দুটিকে মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা এই যুবতীর নাম কী হবে! তবে ইতিমধ্যেই আপনি যদি এই ধাঁধাটির রহস্য উন্মোচন করতে পারেন তাহলে আপনার বুদ্ধির প্রশংসা (praise of intellect) করতেই হয়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মস্তিষ্কের ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক (observer) হয়ে উঠতে পারেন। এর ফলে যেকোন সিদ্ধান্তকে সহজে নিতে পারবেন। একইভাবে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিও সক্রিয় হয়ে উঠবে। আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট (smart) হয়ে উঠবেন।

যাইহোক আপনি কি এখনো ছবিতে থাকা নামটি বুঝতে পেরেছেন? এর উত্তর যদি ‘না’ হয় তাহলে চিন্তা করার কিছু নেই, আমরা নিচে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আর যারা এই চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হয়েছেন তাদের অভিনন্দন। এই ধরনের ধাঁধার চ্যালেঞ্জগুলি খুব যে কঠিন টাও নয় কিন্তু অনেক বুদ্ধিমানেরাও সমাধান করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন।

প্রথমে ছবিটিটি মনোযোগ সহকারে দেখুন। যুবতীর পাশে রয়েছে দুটি সাংকেতিক চিহ্ন — একটি জুতো, যাকে ইংরেজিতে Shoe (সু) বলা হয়। আরেকটি সুস্বাদু ফল কলা। এখন এই দুটি সাংকেতিক চিহ্নকে মেলালে হয় সু+কলা= শুক্লা। সুতরাং এই ছবিতে থাকা যুবতীর নাম হবে ‘শুক্লা’। যারা ব্যর্থ হয়েছেন হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই পরবর্তী চ্যালেঞ্জে সফল হবেন।