কোন বলিউডের সেলিব্রিটির দেহরক্ষী সর্বোচ্চ বেতন পান? তার মাসিক আয় জানলে অবাক হবেন

জানেন বলিউডের সর্বোচ্চ বেতনের দেহরক্ষী কে?

Bodyguard: শাহরুখ, সালমান, অমিতাভ, অক্ষয়, অনুষ্কা এবং দীপিকার মত বলিউডের নামকরা তারকাদের বিশাল ফ্যান ফলোইং এর কারণে তাদের বাইরে যাওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হয়। এই সময় তাদের দেহরক্ষীরা ছায়ার মত পাশে থাকে। এর জন্য তারা মোটা অঙ্কের বেতন পেয়ে থাকেন। এই প্রতিবেদনে জানানো হয়েছে, কোন সেলিব্রেটির দেহরক্ষী সর্বোচ্চ বেতন পেয়ে থাকেন।

Image

শেরা: সালমান খানের (Salman Khan) দেহরক্ষীর নাম শেরা যিনি কোন সেলিব্রিটি চেয়ে কম নয়, প্রায় ২৯ বছর ধরে অভিনেতার সাথে রয়েছেন। তার মাসিক বেতন ১৫ লক্ষ টাকা অর্থাৎ বছরে প্রায় ২ কোটি টাকা আয় করেন।

Image

শ্রেয়াসে থেলে: অক্ষয় কুমারের (Akshay Kumar) দেহরক্ষী শ্রেয়াসে ঠেলে সর্বদাই অভিনেতার সাথে থাকেন এবং সকল পাবলিক ইভেন্টের সময়ই তাকে যেকোন বিপদ থেকে রক্ষা করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অক্ষয় কুমার তার দেহরক্ষীকে বার্ষিক ১.২ কোটি টাকা বেতন দেন।

Image

জিতেন্দ্র শিন্ডে: অমিতাভের (Amitabh) দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডে মুম্বাই পুলিশের কনস্টেবল, যিনি ২০২১ সাল পর্যন্ত অভিনেতার জন্য কাজ করেছিলেন। অমিতাভ তাকে বার্ষিক ১.৫ কোটি টাকা পারিশ্রমিক দিতেন বলে জানা গেছে।

Image

যুবরাজ ঘোরপাড়ে: আমির খানের (Aamir Khan) সঙ্গে সব সময় তার বিশ্বস্ত দেহরক্ষী যুবরাজ ঘোরপাড়ে থাকেন। রিপোর্ট অনুযায়ী, তার বার্ষিক বেতন ২ কোটি টাকা।

Image

জালাল: দীপিকা পাড়ুকোন এর সাথে সব সময় তার দেহরক্ষী জালালকে দেখা যায়। বিগত কয়েক বছর ধরেই তিনি অভিনেত্রীর বডিগার্ড হিসেবে কাজ করছেন। জালালের বার্ষিক বেতন ১.২ কোটি টাকা।

Image

রাম সিং: সম্প্রতি বলিউডে পা রেখেছেন বাংলা ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ (Prosenjit)-র নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাম সিং। রিপোর্ট অনুযায়ী, রাম সিং বছরে প্রায় ৮০ লক্ষ টাকা আয় করেন।

Image

প্রকাশ সিং: অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) দেহরক্ষী প্রকাশ সিং শুধুমাত্র অভিনেত্রীকেই রক্ষা করেন না, বিরাট কোহলি (Virat Kohli) এবং তার মেয়ের নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন। জানা গেছে, প্রকাশের বার্ষিক আয় ১.২ কোটি টাকা।

Image

রবি সিং: শাহরুখ খানের (Shah Rukh Khan) বডিগার্ড রবি সিং সর্বাধিক বেতনের সেলিব্রিটি দেহরক্ষী। রিপোর্ট অনুসারে শাহরুখের দেহরক্ষী বার্ষিক ২.৭ কোটি টাকা, অর্থাৎ প্রতি মাসে প্রায় ১৭ লক্ষ টাকা আয় করেন।