Hidden Animal: ৯০% ব্যর্থ! ছবিতে লুকিয়ে থাকা কাঠবিড়ালিটি খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical illusion: অপটিক্যাল ইলিউশন মানেই হল চোখের সাথে প্রতারণা (fraud)। আপনার দৃষ্টিশক্তি যতই উন্নত হোক না কেন, একটু হলেও সমাধান করতে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। অনেকেই এজাতীয় ছবিগুলি সমাধান করতে বেশ পছন্দ করেন, তবে বেশিরভাগই মানুষ ব্যর্থ (failed) হন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি কাঠবিড়ালি।

উপরে শেয়ার করা ছবিটিতে দেখতে পাচ্ছেন একজন মানুষ তার কাঁধে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার পাশেই রয়েছে তার স্ত্রী। তাদের পিছনে একটি কাঁঠাল গাছ ও বেড়া। এছাড়া সামনে একটি গরু ও পাশেই রয়েছে কুটির ঘর। তবে এরই মধ্যে কোথাও একটি কাঠবিড়ালি লুকিয়ে রয়েছে যা আপনাকে খুঁজে বের করতে হবে।

Image

এই ছবিটির সমাধান খুঁজতে প্রায় ৯০% মানুষ ব্যর্থ হন। অনেকেই হাল ছেড়ে দিয়ে বলেছেন ছবির মধ্যে কোনো কাঠবিড়ালি নেই। তবে এইদিকে যারা সহজেই লুকিয়ে থাকা কাঠবিড়ালিটিকে সনাক্ত করতে পেরেছেন, মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ এবং তারা জিনিয়াস।

অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি দেখতে সাধারণ হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও সূক্ষ্ম। এজাতীয় ছবিগুলি আপনার চোখ ও মনের সাথে ছলনা করে। আপনার ক্ষেত্রেও যদি কাঠবিড়ালিটি সনাক্ত করা কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।

Image

ছবিটির উত্তর খোঁজার আগে প্রথমে মনোযোগ সহকারে করে দেখুন। নিশ্চিত করে বলতে পারি, ছবির প্রতিটি কোনা ভালো করে লক্ষ্য করলে অবশ্যই কাঠবিড়ালিটি খুঁজে পেতে সক্ষম হবেন। কাঠবিড়ালিটি রয়েছে বেড়াটির একেবারে বাম পাশে। যারা এখনও খুঁজে পাননি তাদের সুবিধার্থে লাল বৃত্তের মাধ্যমে বোঝানো হল।  

Image

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এ জাতীয় ছবিগুলি মনের সাথে ছলনা করলেও এক প্রকার মস্তিষ্কের ব্যায়ামও। তবে এগুলি সমাধানের জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবি রহস্য বেরিয়ে আসতে পারে।