বিশ্বের নামিদামি সংস্থায় যে সকল ভারতীয়রা CEO পদে রয়েছেন, রইল তালিকা

Indian CEO: বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। শুধু তিনি নয়, বর্তমানে বিশ্বের নামিদামি সংস্থার মাথায় রয়েছেন অনেক ভারতীয়রা। ইউটিউব, গুগলের পাশাপাশি মাইক্রোসফট, আইবিএম, স্টারবাকস-র মত সংস্থাও রয়েছে। এবার ভারতীয় বংশোদ্ভূত সিইওদের তালিকায় যুক্ত হলেন নীল মোহন।

Image

১) গুগল (Google): বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। কোন প্রশ্নের উত্তর খুঁজে না পেলে অথবা তথ্য মনে না পড়লে আমরা গুগলের শরণাপন্ন হই। সেই বিখ্যাত সার্চ ইঞ্জিনের দায়িত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। এর পাশাপাশি তিনি গুগলের মাতৃ সংস্থা অ্যালফাবেটেরও সিইও। তিনি পশ্চিমবঙ্গের খড়গপুরের আইআইটি থেকে বি-টেক পাস করেছেন।

২) মাইক্রোসফট (Microsoft): বিশ্বের সবচেয়ে বৃহত্তম কম্পিউটার সফটওয়্যার বিক্রেতা হল মাইক্রোসফট। ২০১৪ সাল থেকে সত্য নাদেলা মাইক্রোসফটের সিইও পদে রয়েছেন। হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী হলেও সত্য নাদেলা আমেরিকার বাসিন্দা। ২০২২ সালে তাকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ উপাধি দেওয়া হয়।

Image

৩) অ্যাডোবি (Adobe): এডোবি একটি আমেরিকার বহুজাতি কম্পিউটার সফটওয়্যার কোম্পানি। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এবং ছবি-ভিডিওর সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই সংস্থার সফটওয়্যার গুলি অপরিহার্য বলে মনে করা হয়। এই সংস্থার দায়িত্বে রয়েছেন শান্তনু নারায়ন।

Image

৪) আইবিএম (IBM): কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করা আইবিএম সংস্থার সিইও এবং চেয়ারম্যানের পদে রয়েছেন অরবিন্দ কৃষ্ণ। এই কোম্পানি হার্ডওয়্যার-সফটওয়্যার তৈরির পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিস-র ক্ষেত্রেও কাজ করে। অরবিন্দ কৃষ্ণের জন্ম অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরীতে।

Image

৫) স্টারবাকস (Star Bucks): লক্ষণ নরসিংহও বিশ্বের বড় বড় সংস্থাগুলিতে ভারতীয় বংশোদ্ভূতদের তালিকায় নাম লিখিয়েছেন। গত বছর তিনি স্টারবাকস-র সিইও পদে নিযুক্ত হন।

Image

৬) শ্যানেল (Chanel): শ্যানেল একটি বিলাসবহুল ফরাসি প্রসাধনী সংস্থা। এই কোম্পানির নাম যেমন বিশ্বজোড়া, তেমনি দাম এই সংস্থার তৈরী পণ্যের। ২০২১ সালে ভারতীয় বংশোদ্ভূত লীনা নায়ারকে এই সংস্থার সিইও পদে নিযুক্ত করা হয়।

Image

৭) বাটা (Bata): বিখ্যাত জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা-র সিইও পদে রয়েছেন সন্দীপ কাটারিয়া। ২০২১ সালে তিনি বাটা-র গোষ্ঠীর সিইও পদে দায়িত্ব পান। ভারতের বাটা-র চাহিদা ব্যাপক হলেও এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে।

Image

৮) ভিএমওয়্যার (Vmware): এটি একটি আমেরিকার ক্লাউড কম্পিউটিং ও তথ্য প্রযুক্তি সংস্থা। ২০২১ সাল থেকে এই সংস্থার সিইও পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রঘু রঘুরাম।