অঙ্কের ধাঁধা : বলুন তো ‘100÷5×2-6’ কত হবে? সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

কেবল জিনিয়াসরাই সমাধান করতে পারবেন ‘100÷5x2-6’ কত হবে?

Match Puzzle : আজকাল ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে নানান ধরনের ধাঁধার পোস্টগুলি শেয়ার হতে দেখা যায়। কখনো কখনো এর মধ্যে লুকানো বস্তুর অবয়ব, নাম, পার্থক্যগুলি বের করতে হয়। এগুলি সমাধান করা যেমন মজাদার তেমনই আকর্ষণীয়।

তবে এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে একটি গাণিতিক ধাঁধার চ্যালেঞ্জ, যা আপনাকে সমাধান করতে হবে। মনে পড়ে কি ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে কতই না বকা খেয়েছি বড়দের কাছে! আবার কারো কাছে অঙ্ক মানেই আতঙ্কের মত। তবে অঙ্কের সমাধান করে শৈশবের স্মৃতিগুলি রোমন্থন করা যায়।

এমনকি গাণিতিক ধাঁধার মাধ্যমে শিশুদের অঙ্কের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলা সম্ভব। এছাড়া বড়দের গণনাকেও উন্নত করে তোলে। এখানে অঙ্কটি হলো 100÷5×2-6, এবার আপনাকে সরলীকরণের মাধ্যমে বলতে হবে, উত্তর কত হবে? যদি একটি পদ্ধতি কাজ না করে তাহলে বিকল্প পদ্ধতি দিয়ে সমাধান করার চেষ্টা করুন!

আশা করি, এই অঙ্কের সমাধান করে আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। আর যাদের গাণিতিক বিষয়ে বিশেষ জ্ঞান রয়েছে, তাদের কাছে এগুলি সমাধান করা খুবই সহজ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যেকোনো ধাঁধাকে সমাধান করার অর্থ হলো আপনার মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিকে সক্রিয় করে তোলা।

এর মাধ্যমে আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। ধাঁধার মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন, এমনকি তারা এই ধরনের চ্যালেঞ্জ এর জন্য অপেক্ষাতেও থাকেন। যাইহোক আপনি অঙ্কটির সমাধান করতে পেরেছেন? এর উত্তর যদি ‘না’ হয়, তাহলে চিন্তা করার কিছু নেই নিচে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অঙ্কটি হল, 100÷5×2-6
এবার, (100÷5×2)-6
= (20X2)-6
= 40-6
= 34 (উত্তর)।