Kolkata Police: কলকাতার পুলিশ খাঁকির বদলে সাদা রঙের ইউনিফর্ম পরে কেন

আমাদের নিরাপত্তার কারণে দেশের সীমানায় সেনাবাহিনী মোতায়েন করা আছে। একইভাবে দেশের অভ্যন্তরে নাগরিকদের নিরাপত্তের জন্য রাজ্যগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাইহোক, বেশিরভাগ রাজ্যের পুলিশের ইউনিফর্মের রঙ সাধারণত একই হয় অর্থাৎ খাঁকি। তবে পশ্চিমবঙ্গের পুলিশদের খাঁকির হলেও কলকাতার পুলিশের ইউনিফর্ম সাদা রঙের হয়ে থাকে। 

কলকাতার পুলিশ কেন সাদা ইউনিফর্ম পরে তার কারণ জানতে চাইলে একটু পিছিয়ে যেতে হবে। আসলে কলকাতা পুলিশের ইউনিফর্মের রঙ ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। কলকাতা পুলিশ ১৮৪৫ সালে গঠিত হয়েছিল। এরপর ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও কলকাতা পুলিশের ওপর ব্রিটিশরা তাদের ছাপ রেখে যায়। সেই থেকে কোলকাতা পুলিশের ইইউনিফর্মের রঙ সাদা।

Image

সাদা রঙের ইউনিফর্ম হওয়ার পেছনে যে বিশেষ কোনো কারণ ছিল, তা কিন্তু নয়। আসলে কলকাতা সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় এখানে সারা বছর গরম ও আর্দ্র আবহাওয়া থাকে। এই কারণে ব্রিটিশ সরকার সাদা রঙকে বেছে নেয়। সাদা রঙ তাপ প্রতিফলিত করে, তাই সাদা রঙের ইউনিফর্ম হবার কারণে পুলিশরা কম গরম অনুভব করেন।

প্রসঙ্গত, সারাদেশে পুলিশের খাঁকি ইউনিফর্মের চর্চা ব্রিটিশরাই শুরু করেছিল। অতীতে সাদা রঙই ছিল একমাত্র ইউনিফর্ম। কিন্তু ডিউটির সময় সাদা রঙ দ্রুত নোংরা হয়ে যেত। এরপর ব্রিটিশরা ইউনিফর্মকে রঙিন করে তোলে। জানিয়ে রাখি, ১৮৪৭ সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেন আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো খাঁকি ইউনিফর্ম গ্রহণ করেন।