ভারতীয় পাসপোর্ট ভিন্ন রঙের হয় কেন, জেনে নিন প্রতিটি রঙের অর্থ কী

আমরা যখন বিদেশে যাওয়ার কথা ভাবি তখন পাসপোর্টের কথাই সবার আগে মাথায় আসে। বিদেশ যাওয়ার প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল পাসপোর্ট, তার পরে ভিসার প্রয়োজন পড়ে। প্রতিটি দেশের একটি ভিন্ন ধরনের পাসপোর্ট রয়েছে যাতে ওই দেশের নাগরিকদের সহজেই সনাক্ত করা যায়।

আপনি কি জানেন ভারতের পাসপোর্ট একটি নয়, মোট ৪টি রঙের হয়— নীল, সাদা, কমলা আর মেরুন রঙের! প্রতিটি রঙের পাসপোর্টের আলাদা আলাদা অর্থ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন রঙের পাসপোর্ট কাদের জন্য।

Image

১) নীল পাসপোর্ট:
নীল রঙের পাসপোর্টটি আমাদের দেশের সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে। নীল রঙের এই পাসপোর্টে ব্যক্তির নাম, জন্মতারিখ, ছবি, স্বাক্ষর এবং স্থানীয় ঠিকানা সম্পর্কে বিভিন্ন তথ্য থাকে। এই পাসপোর্টে যখন কোন দেশের ভিসা লাগানো হয়, তখনই সেই দেশে ভ্রমণ করা যায়। 

২) সাদা পাসপোর্ট:
সাদা রঙের পাসপোর্ট দেওয়া হয় দাপ্তরিক কাজে বিদেশে যাওয়া কোনও সরকারি ব্যক্তিকে। এই রঙের পাসপোর্টধারী একজন কর্মকর্তা বা সরকারি ব্যক্তির বিমানবন্দরে কাস্টম চেকিং এর সময় অত্যন্ত সম্মানের সাথে আচরণ করা হয়।। জানিয়ে রাখি, সাদা রঙের পাসপোর্টধারী ব্যক্তি বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন। 

৩) মেরুন পাসপোর্ট:
ভারতের কূটনৈতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মেরুন রঙের পাসপোর্ট দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন আইএএস অফিসার এবং সিনিয়র আইপিএস পদমর্যাদার অফিসাররা। যাদের কাছে মেরুন রঙের পাসপোর্ট রয়েছে তাদের বিদেশ যেতে ভিসারও প্রয়োজন হয় না। এছাড়াও এই লোকেদের অভিবাসন প্রক্রিয়াও অন্যান্য লোকেদের তুলনায় অনেক সহজ এবং দ্রুত হয়ে ওঠে। 

৪) কমলা পাসপোর্ট:
ভারতের কমলা রঙের পাসপোর্ট রাখা হয়েছে এমনই ব্যক্তিদের জন্য যিনি শুধুমাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এটি বেশিরভাগ ক্ষেত্রেই পান বিদেশে কর্মরত অভিবাসী শ্রমিকরা।