ওষুধের প্যাকেটে এরকম ফাঁকা জায়গা রাখা হয় কেন? জানলে চমকে যাবেন!

Medicine Packet: আজকালকার দিনে রোগ প্রতিরোধের ক্ষেত্রে ওষুধের অনেক বড়ো ভূমিকা রয়েছে। এমনিতেই বাড়িতে একাধিক ধরনের ওষুধ মজুদ করা থাকে। আর যদি কোনোভাবে কেউ অসুস্থ হন, তাহলে তো আর কথাই নেই। তবে, এই ওষুধের মধ্যেই রয়েছে একটা আশ্চর্যের বিষয়। যা জানতে পারলে, আপনিও হয়ে যাবেন অবাক।

অনেক সময় লক্ষ্য করা হয়, কোনো একটি ওষুধের পাতায় একটি জায়গা খালি রয়েছে। সেখানে না কোনো ওষুধ রয়েছে আর না বিশেষ সেই জায়গার কোনো কাজ আছে। কিন্তু তবুও থেকেই যায় এই ফাঁকা জায়গাটা। জানেন কি ওষুধের পাতায় ওই জায়গাটা খালি রাখা হয় কেনো? তাহলে চলুন জেনে নেওয়া যাক কেনো ওষুধের পাতায় থাকে এই ফাঁকা জায়গা। 

Image

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, যত বেশি দামী ওষুধ, তত বেশি ফাঁকা জায়গা রয়েছে পাতায়। অনেক সময় এমনও হয় পুরো পাতাতে শুধু একটাই ওষুধ রয়েছে। বাকি পুরোটাই ফাঁকা জায়গা। তবে, এটার জন্য একটা কারণ কিন্তু আছে। শুধুমাত্র পাতা দেখতে সুন্দর হবে বলে ওষুধের কোম্পানি এই নতুন নতুন পাতার ধরন তৈরি করে, এরকমটা না।

Image

আসলে বিশ্বে কিন্তু একপ্রান্ত থেকে আরেক প্রান্তে জীবনদায়ী ওষুধ পাঠানো হয়ে থাকে। সেই ওষুধ নানাভাবে বিশ্বের নানা জায়গায় যায়। এর জন্য নৌপথ, আকাশপথে সেই ওষুধ পৌঁছায় নির্দিষ্ট জায়গায়। এমনভাবেই এই ডিজাইন করা হয় যাতে কোনোভাবেই ওষুধ ভেঙে বা নষ্ট না হয়ে যায়।

Image

জানা গিয়েছে, যত বেশি পাতায় ফাঁকা জায়গা থাকে, তত সুবিধা হয় অন্যত্র পাঠাতে। তাতে ওষুধ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ পাতার ওপরে কোনও চাপ পড়লে, তা ফাঁকা অংশগুলিতে বেশি করে গিয়ে পড়ে। যদি ওষুধের উপরে চাপ পড়তো, তাহলে চাপে ওষুধ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকতো।