আপনি কি জানেন কলমের ঢাকনার মাথায় ছিদ্র রাখা হয় কেন

জীবনের প্রতিটি স্তরে মিশে রয়েছে বিজ্ঞানের ছোঁয়া। আলপিন থেকে শুরু করে পারমাণবিক বোমা সবকিছু নির্মাণেই বিজ্ঞানচেতনা। কলমের ঢাকনাও তার মধ্যে একটি। অধিকাংশ কলমের ঢাকনার মাথায় একটি ছিদ্র থাকে। অনেকে এটি ডিজাইন বলে মনে করেন কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে এমন এক বিজ্ঞান চেতনা, যা শুনলে আপনি যাবেন।

আসলে কলমের ঢাকনায় ছিদ্র রাখা হয় মূলত দুটি কারণে। দুর্ঘটনাবশত কেউ যদি পেনের ঢাকনা গিলে ফেলেন তবে শ্বাসনালীতে সেই ঢাকনা আটকে গিয়ে বড়সড়ো বিপদ ঘটতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এক রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, আমেরিকায় প্রতিবছর শতাধিক মানুষের মৃত্যু হয় কলমের ঢাকনা গলায় আটকে গিয়ে।

Image

যাইহোক শিশুদের ক্ষেত্রে এই সমস্যা আরও অনেক বেশি প্রবল। পেনের ঢাকনাতে ছিদ্র রাখা হয় যাতে কিছুটা হলেও বায়ু চলাচল করতে পারে শাসনালীতে। এর ফলে কেউ অসাবধানতার কারণে পেনের মুখে গিলে ফেললেও চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

অনেক সময় কলম থেকে কালি চুইয়ে পড়ে কিন্তু এইক্ষেত্রে বায়ু চলাচল থাকলে তা হয় না। এমনকি ছিদ্র থাকলে কলমের ঢাকনাটি খুলতেও সুবিধা হয়। কাজেই আপাততভাবে এটি তুচ্ছ মনে হলেও কলমের ঢাকনার ছিদ্রের একাধিক কার্যকারিতা রয়েছে।