জানেন দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা কেন? ৯০% মানুষ বলতে পারবেন না

বাঙালির প্রায় সব ঘরে দেবী লক্ষীর আরাধনা হয়। এই তিথিতে একটা সাদা ধবধবে লক্ষ্মী প্যাঁচা যদি বাড়িতে এসে বসে তাহলে মঙ্গলের প্রতীক হিসেবে ধরা হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে প্রতিটি বাঙালি পরিবারে পূজিত হন মা, যাকে আমরা ধন-সম্পদের দেবী হিসেবেও আরাধনা করে থাকি।

পুরান মতে, যারা এই পূজার দিনে অর্থাৎ এই তিথিতে মায়ের আরাধনা করেন সারা বছর তাদের ঘরে দেবী উপস্থিত হন। লক্ষীর জন্ম ব্রহ্মার উজ্জ্বল অংশ থেকে এবং ব্রহ্মার অন্ধকার দিক থেকে জন্ম অলক্ষীর। তবে প্যাঁচায় কেন লক্ষ্মীর বাহন এই নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে।

কেউ কেউ বলে থাকেন একবার সব দেবদেবী একসঙ্গে মর্ত্যে আসেন। তখন তাদের পায়ে হেঁটে ঘুরতে দেখে খারাপ লাগে পশুপাখিদের এবং তারা দেব দেবীদের বলেন আপনাদের হয়ে আমরা ঘুরবো। পশুপাখিদের এই প্রস্তাবে রাজি হয়ে যান এবং যে যার মতো বাহন বেছে নেন। 

কিন্তু সমস্যা হয় লক্ষীর বাহন বাছার সময়। সবাই তার বাহন হতে চাইলে দেবী বলেন আমি কার্তিক অমাবস্যায় পৃথিবীতে আসি। সেই দিন যে আমার সঙ্গে বিচরণ করবে সেই হবে আমার বাহন। ওই রাতে দেবীর মর্ত্যে আগমন ঘটলে দেবী দেখেন প্যাঁচায় একমাত্র রয়েছে এবং সে রাতেও ভালো দেখতে পায়। এভাবেই লক্ষ্মীর বাহন হয়ে ওঠে প্যাঁচা।

আবার কেউ কেউ বলেন, ধান হলো লক্ষীর প্রতীক। তাই যারা ধান নষ্ট করে তাদের উপর দেবী অসন্তুষ্ট হন। ইঁদুর ধান ক্ষেতে বাস করে ও ফসলের ক্ষতি করে। আর প্যাঁচা ইঁদুর খেয়ে ক্ষেতকে রক্ষা করে তাই প্যাঁচা লক্ষ্মীর বাহন।