জানেন রাতেই কেন দেবী লক্ষীর পূজা হয়? এর পিছনে রয়েছে কোন কারণ

মা দুর্গা, ফিরে গেছেন কৈলাসে। এবার মতে আগমনের পালা মা লক্ষ্মীর। দুর্গা পুজো ঠিক পরে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর পূজা হয়। ধন সম্পদ বৈভবের আশায় মায়ের কাছে প্রার্থনায় সামিল হয় প্রতিটি মানুষ। তবে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজো হওয়ার এক আলাদা বিশেষত্ব রয়েছে।

এই লক্ষ্মীপূজাকে বলা হয় ‘কোজাগরী’ লক্ষ্মী পুজো। কোজাগরী নামের বিশেষ অর্থ রয়েছে। এই শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। এর অন্তর্নিহিত অর্থটি হলো ‘কে জেগে আছো’। কথিত আছে এই দিন পূর্ণিমা রাতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন দেবী লক্ষ্মী। যারা রাত জেগে দেবীর আরাধনা করেন তাকে দুহাত ভরে আশীর্বাদ করে যান মা লক্ষ্মী এবং তাদের ঘর ভরে ওঠে ধন-সম্পত্তিতে।

অতীতে লক্ষ্মী পূজার দিন সন্ধ্যেবেলাতেই মায়ের আরাধনা করা হতো। এটাই ছিল আসল নিয়ম। তবে এখন সময় বদলেছে। বর্তমানে অনেক মানুষ সুবিধার জন্য সকালে দিকে বা বিকালের দিকে পূজো সেরে নেন। তবে এখনো লক্ষ্মী পূজার দিন সন্ধ্যেবেলায় বাঙালির ঘরে ঘরে তুলসি তলায় জ্বলে ওঠে সন্ধ্যা প্রদীপ।

যাইহোক রাত জেগে চলে মাতৃ আরাধনা। পূর্ণিমার সেই রাতে মা আশীর্বাদ করেছেন ভক্তদের। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার ব্রত’ বইতে কোজাগরি লক্ষ্মীপূজো সম্পর্কে বিশদে বর্ণনা করা হয়েছে। তিনি লিখেছেন যে, ‘মা লক্ষ্মীর কাছে ভালো ফলের কামনা করাই এই পূজার নৃতাত্ত্বিক কারণ।