কখনও ভেবেছেন মানুষের মৃত্যুর পর নাকে ও কানে তুলো দেওয়া হয় কেন

যে কারণে মানুষের মৃত্যুর পর নাকে তুলো দেওয়া হয়

আত্মা যখন দেহত্যাগ করে মানুষের শরীরটা কেবল নিথর দেহ হিসেবে থাকে। মৃত্যুর পর আপনি প্রায় দেখেছেন যে মৃত ব্যক্তির উভয় পায়ের বুড়ো আঙ্গুল বেঁধে দেওয়া হয় এবং নাকে তুলো দেওয়া হয়। কিন্তু কখনো ভেবেছেন কি এমনটি কেন করা হয়? মৃত্যুর পর ব্যক্তির নাকের পাশাপাশি কানেও তুলো লাগানো হয়।

ছোটবেলা থেকে দেখে আসছি যে মৃত্যুর পর মৃতদেহের কানে ও নাকের তুলো লাগানো হয়। এই প্রশ্নের অনেকগুলি দিক রয়েছে। বিজ্ঞানীদের মতে, মৃত ব্যক্তির নাকে ও কানে তুলো লাগানো হয় যাতে জীবাণু তার শরীরের প্রবেশ করতে না পারে। তাই মৃত ব্যক্তির কান ও নাকের ছিদ্র তুলো দিয়ে বন্ধ করা হয়।

মানুষের দেহের ভিতর আছে নানা ধরনের জীবাণু ও মাইক্রোঅর্গানিজম। মারা যাওয়ার পর মানুষের নিশ্বাস বন্ধ হয়ে গেলেও পরিবেশ উপস্থিত বাতাস নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে। এর জন্য শরীরের ভিতরের ক্ষতিকর রাসায়নিক প্রভাব পড়তে পারে।

মৃত ব্যক্তির নাকে তুলো দেবার আরেকটা কারণ খুব গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তির দেহের থেকে যাতে কোনো নতুন করে জার্মস বাতাসে ছড়িয়ে না পরে তাই নাকে তুলো দিয়ে সেটাকে আটকে রাখা হয় ফলে নতুন করে সেই ব্যাক্তির মৃত দেহ থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার সম্ভবনা কমে যায়।

আবার, বাতাস মৃতদেহের নাক শরীরে প্রবেশ করলে শরীর ফুলে যেতে পারে। তাই মারা গেলে নাকে ও কানে তুলা প্রবেশ করানো হয় যাতে এইসব মাইক্রো অর্গানিজম গুলো আশেপাশের পরিবেশের ও মানুষের সংস্পর্শে না আসে।

এছাড়াও বলা হয়, মৃত ব্যক্তির নাকে যদি তুলো দেওয়া হয় তাহলে নাক দিয়ে নতুন করে অক্সিজেন ঢুকতে পারেনা ফলে দেহের মধ্যের অর্গানগুলোর বিয়োজন হতে দেরি হয়, অর্থাৎ দ্রুত পচন রোধ করা যায়।