প্রতিদিনই রাত ১২টার সময় হাওড়া ব্রিজ বন্ধ হয়ে যায় কেন? জেনে নিন এর রহস্য

প্রতিদিন রাত ১২টার সময় হাওড়া ব্রিজ বন্ধ রাখা হয় কেন

Howrah Bridge Mystery : ব্রিটিশ আমলে নির্মিত হওয়া হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই ২২ লক্ষ টাকা নির্মিত সেতুটি হাওড়া ও কলকাতাকে যুক্ত করেছে। কিন্তু এই ব্রিজ সম্পর্কিত চমকে দেওয়ার মত এমন অনেক তথ্য রয়েছে যেগুলি জানলে আপনিও অবাক হতে পারেন। তবে এরই মধ্যে একটি হলো হাওড়া ব্রিজটি প্রতি রাতে বারোটার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়।

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে, রাত বারোটার সময় হাওড়া ব্রিজ বন্ধ দেওয়ার সাথে কী সম্পর্ক থাকতে পারে? আসলে এর কারণটা সত্যিই চমকে দেওয়ার মতো। জানিয়ে রাখি, হাওড়া সেতুটি একটি ঝুলন্ত সেতু, যা বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি।

হাওড়া ব্রিজটি শুধুমাত্র দুটি বড় বড় স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। ২৮০ ফুটেরও বেশি দুটি স্তম্ভ কংক্রিট ব্লকের সাথে গঙ্গা নদীর তলদেশে নোংর করা হয়েছে। এই দুটি পিলারের মধ্যে দূরত্ব হলো প্রায় দেড় হাজার ফুট। আসলে, যে ইঞ্জিনিয়াররা ব্রিজটি বানিয়েছিল তারা ভেবেছিল যে, ব্রিজটি ২৫,০০০ টনের বেশি ওজন সইতে পারবে না, দুদিকে থাকা স্তম্ভ দুটি।

আর এদিকে কিছু বুদ্ধিজীবীদের মতে, যেকোন ব্রিজ ভেঙে পড়ার সময় হলো ১২টা। কিন্তু তারা উল্লেখ করেননি যে ১২টা রাত নাকি দুপুর। আর এই সমস্ত কথা ভেবেই প্রতিদিন দুপুর ও রাত বারোটার সময় ৩-৪ মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়। যদিও এই তথ্যের কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

Image

প্রতিনিয়ত এই ব্রিজটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সত্ত্বেও মানুষের পানের থুতু ও পশু পাখির মলমূত্রের কারণে এটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উল্লেখ্য, প্রতিবছর এই ব্রিজটির দেখভালের জন্য ৬৫ লক্ষ টাকা খরচ হয়। তবে অনেকের মতে, হাওড়া ব্রিজ কোনভাবেই ভেঙে পড়া সম্ভব নয়, আসলে চালাকি করেই ১২ টার সময় বন্ধ রাখা হয় যাতে হাওড়া ব্রিজ কিছুটা সময় শান্তিতে থাকতে পারে।