GK : বিশ্বের কোন দেশে নারীরা শাসক আর পুরুষরা ক্রীতদাস? ৯৯% মানুষের অজানা!

বিশ্বে এমনই একটি দেশ রয়েছে যেখানে নারীরা শাসক আর পুরুষরা ক্রীতদাস

General Knowledge Quiz : বর্তমানে যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউ উভয় ক্ষেত্রেই সিলেবাসে থাকা পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি করা হয়। তাই আপনি যদি এখানে বাজিমাত করতে চান, তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI জাতীয়করণ হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৯ সালে RBI-র জাতীয়করণ হয়।

২) প্রশ্নঃ আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (IMF) সদর দপ্তর কোথায়?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিং ডিসিতে IMF এর সদর দপ্তর অবস্থিত।

৩) প্রশ্নঃ জানেন পার্বত্য মৃত্তিকার অপর নাম কী?
উত্তরঃ আসলে, পসডল মৃত্তিকাকে পার্বত্য মৃত্তিকার অপর নাম বলা হয়।

৪) প্রশ্নঃ কোন ঘটনার পর ব্রিটিশরা ভারতের রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছিল?
উত্তরঃ ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা ভারতের রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছিল।

৫) প্রশ্নঃ ভারত ও চীনের আন্তর্জাতিক সীমান্ত রেখার নাম কী?
উত্তরঃ ম্যাকমোহন লাইন (The McMahon Line) হলো ভারত ও চীনের সীমান্তরেখা। এর নামকরণ করা হয়েছে স্যার হেনরি ম্যাকমোহনের নামে।

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন অংশে দাঁড়ালে ওজন বাড়বে?
উত্তরঃ মেরু প্রদেশে দাঁড়ালে ওজন বাড়বে।

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপটির নাম কী?
উত্তরঃ সাগরদ্বীপ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপ।

৮) প্রশ্নঃ নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কী?
উত্তরঃ রেংমা হল নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলী।

৯) প্রশ্নঃ রামন ম্যাগসাই পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি নাম অনুসারে?
উত্তরঃ ফিলিপাইনস।

Image

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে নারীরা শাসক আর পুরুষরা ক্রীতদাস?
উত্তরঃ নারী শাসক দেশটির নাম — আদার ওয়ার্ল্ড কিংডম (Other World Kingdom), এটি ১৯৯৬ সালে ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্র থেকে গঠিত হয়েছিল। যদিও এটি দেশ হিসেবে এখনো মর্যাদা পায়নি। এখানকার নারীরা দেশ চালায় আর পুরুষদের ক্রীতদাসের মতো ব্যবহার করা হয়।