GK ক্যুইজ : বিয়ের সময় সাতপাকে ঘোরা হয়, কিন্তু ৮, ৯ অথবা ১০ পাকে নয় কেন?

যে কারণে বিয়ের সময় সাতপাকে ঘোরা হয়?

General Knowledge Quiz : আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এমতাবস্থায়, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু প্রশ্ন, যার সম্পর্কে আপনি হয়ত আগে কখনও শোনেননি।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচাইতে কম?
উত্তরঃ উত্তর দিনাজপুর জেলা।

২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের ডাকটিকিটে সেই দেশের নাম থাকেনা?
উত্তরঃ ব্রিটেন দেশের ডাকটিকিটে সেই দেশের নাম থাকেনা।

৩) প্রশ্নঃ কোন দেশের জেল থেকে বন্দিরা পালিয়ে গেলে, তার সাজা মুকুব হয়ে যায়?
উত্তরঃ এই অদ্ভুত নিয়ম দেখতে পাওয়া যায় জার্মানি দেশে।

৪) প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের প্রথম গোলদাতা কে?
উত্তরঃ ১৯৩০ বিশ্বকাপের ফুটবল ইতিহাসে প্রথম গোলদাতার নাম ফ্রান্সের লুসিয়েন লরেন্ত।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে গাধাকে দেবতা রূপে পূজা করা হয়?
উত্তরঃ রাজস্থান রাজ্য গাধাকে দেবতার পূজা করা হয়।

Image

৬) প্রশ্নঃ পৃথিবীর একেবারে মধ্যখানে কোন দেশটি অবস্থিত জানেন?
উত্তরঃ বিজ্ঞানীদের মতে, পৃথিবীর সেন্টারের খুব কাছাকাছি অবস্থিত রয়েছে আফ্রিকার ঘানা দেশ। আসলে পৃথিবীর কেন্দ্রে কোনও দেশ নেই।

৭) প্রশ্নঃ মহাকাশের দুটি ধাতব বস্তুকে জোড়া লাগানোর পদ্ধতিকে কী বলা হয়?
উত্তরঃ কোল্ড ওয়েল্ডিং।

৮) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কী?
উত্তরঃ জাতীয় সড়ক ৪৪ (NH 44) ভারতের মধ্যে দীর্ঘতম এবং এটি উত্তরে শ্রীনগর থেকে শুরু হয়ে দক্ষিণের কন্যাকুমারীতে শেষ হয়।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে রাষ্ট্রপতির মেয়াদ মাত্র ১ বছরের হয়ে থাকে?
উত্তরঃ সুইজারল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যেখানে রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছরের জন্য হয়ে থাকে।

Image

১০) প্রশ্নঃ বিয়ের সময় সাতপাকে ঘোরা হয়, কিন্তু ৮, ৯ অথবা ১০ পাকে নয় কেন?
উত্তরঃ যদি গাণিতিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে দেখা যায় তাহলে বিষয়টা এমন হবে যে, যখন কোন নবদম্পতি সাতপাকে ঘোরে, তাহলো ৩৬০ ডিগ্রী। এখন, ৩৬০ এমন একটি সংখ্যা যা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ৯, ১০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৭ দ্বারা বিভাজ্য নয়। সেজন্য সাতপাকে ঘোরার নিয়ম রয়েছে যাতে কেউ বিয়ে ভাঙতে না পারে।