কখনো ভেবেছেন প্লাস্টিকের টুলের মাঝে ছিদ্র থাকে কেন; ৯০% মানুষের অজানা

আমাদের চারপাশে এমন অনেক জিনিস রয়েছে যাদের আকার ও ধরন দেখে অবাক হলেও কিন্তু এর পিছনের কারণ জানার চেষ্টা করি না। এই প্রতিবেদনে তেমনি একটি তথ্য জানানো হয়েছে প্লাস্টিক টুলের সম্পর্কে। আপনি যদি প্লাস্টিক টুল দেখে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন এর মাঝে একটি ছিদ্র থাকে। তবে কখনো ভেবেছেন কি টুলের মাঝে এই ছিদ্র কেন রাখা হয়?

প্লাস্টিক টুল আমরা সকলেই দেখেছি। তবে খুব কম মানুষই প্লাস্টিক টুলের মাঝে ছিদ্রটি থাকার কারণটি জানতে আগ্রহী হবেন বা জানার চেষ্টা করেছেন। সাধারণতভাবে অনেকেই মনে করেন এই ছিদ্রটি রাখা হয় ধরে তোলার জন্য। কিন্তু বাস্তবে এর অন্য কারণ রয়েছে।

Image

আজকাল প্রতিটি বাড়িতে প্লাস্টিকের টুল রয়েছে। টুলগুলি একটির উপরে আরেকটি সাজিয়ে রাখা যায় এবং খুব কম জায়গায় ফিট হয়ে যায়। এবার যদি টুলের মধ্যে ছিদ্র না রাখা হতো তাহলে এদের চাপ ও বায়ু শূন্যতার কারণে টুলগুলি একত্রে লেগে যেত এবং এদের আলাদা করা কঠিন হতো। সুতরাং টুলের মধ্যে ছিদ্র রাখা হয় যাতে অপসারণ করা সহজ হয়।

বৈজ্ঞানিকভাবেও প্লাস্টিক তুলের মধ্যে ছিদ্র রাখা একটা সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ। টুলের মধ্যে ছিদ্র রাখার অনেক কারণ রয়েছে। যার মধ্যে একটি হলো কোন ভারী মানুষ যদি টুলের ওপর উঠে দাঁড়ান তা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ছিদ্রগুলি নমনীয়তা বজায় রাখে এবং টুলটি ভাঙ্গা থেকে রক্ষা পায়।