Watch: জানেন বেশিরভাগ মানুষ বাঁহাতে কেন ঘড়ি পরেন? এটি অনেকেরই অজানা

Watch: একজন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ানো যেমন জরুরী, তেমনি নিজেকে সাজিয়ে উপস্থাপন করা ততটাই জরুরী। তাই কারও ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করে তার পোশাক, ঘড়ি বা জুতো। কেউ ডান হাতে ঘড়ি পরেন, কেউ বা বাঁ হাতে। তবে অধিকাংশ মানুষই বাঁ হাতেই ঘড়ি পরেন। তবে কখনো ভেবেছেন মানুষ বাঁ হাতেই ঘড়ি পরেন কেন?

নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন বেশিরভাগ মানুষকেই বাঁ হাতে ঘড়ি পরতে। তবে ডান হাতে ঘড়ি পরা মানুষের সংখ্যা খুবই কম বা নেই বললেই চলে। যাইহোক এবার জেনে নেওয়া যাক বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার ঘড়িটি বাঁ হাতে পরে কেন…

Image

বেশিরভাগ সময় কাজ করার জন্য আমাদের ডান হাত ব্যস্ত থাকে। এই পরিস্থিতিতে যদি ডানহাতে ঘড়ি বেঁধে রাখা হয়, তাহলে সময় দেখতে অসুবিধা হবে এবং কাজে বাধা সৃষ্টি হতে পারে। কিন্তু বাঁ হাতে ঘড়ি বাঁধলে সময় দেখতে তেমন কোন সমস্যা হয় না। 

এদিকে ডান হাতটি তুলনায় বাম হাত আমাদের অনেক বেশি সুরক্ষিত। কারণ বেশিরভাগ কাজই মানুষ ডান হাত দিয়ে করে থাকেন। তাই সাধের ঘড়িটি নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ঠিক এই কারণেই বেশিরভাগ মানুষ বাঁ হাতে ঘড়ি পরেন। এছাড়া বাঁ হাতে ঘড়ি পরা ব্যক্তিদের দেখতে স্মার্ট লাগে। 

Image

তবে ইতিহাসের পাতা উল্টালে আমরা জানতে পারি, আজ যেভাবে হাতের কব্জিতে ঘড়ি পরার চল রয়েছে, অতীতে এমনটা ছিল না। আপনি যদি কখনো পুরনো দিনের মানুষের সাক্ষাৎ পান বা ছবিতে দেখেন তাহলে দেখতে পাবেন, সেই সময়ের ঘড়িগুলি কেমন ছিল।

এখন হাতঘড়ি বলা হয়, তখন বলা হতো পকেট ঘড়ি। আসলে সেই সময় হাতের কব্জিতে নয়, পকেটে বহন করা হতো। এরপর ধীরে ধীরে সময় যত এগিয়েছে সকলেই হাতে ঘড়ি পরা শুরু করেন। এখন অ্যানালগের পর ডিজিটাল স্মার্ট ওয়াচও মার্কেটে চলে এসেছে, যা দিয়ে ফোন পর্যন্ত করা যায়।