নেলকাটারের সঙ্গে দুটি ছোট চাকু দেওয়া হয় কেন, এদের কাজ জানলে অবাক হবেন

যে কারণে নেইল কাটারের সঙ্গে দুটি ছোট চাকু দেওয়া হয়

Nail cutter knife: দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক জিনিস ব্যবহার করি, যেগুলো ডিজাইন বা আকার একটু অন্যরকম মনে হলেও এর সঠিক কারণ খুঁজে পাই না অথবা জানার চেষ্টা করি না। তবে যে কোন সংস্থার তরফে যখনই কিছু প্রস্তুত করা হয়, তখন এর নিশ্চয়ই কোন না কোন কারণ থাকে। এর মধ্যে তেমনই একটি হল নেইল কাটারের সঙ্গে দুটি ছোট চাকু দেওয়া হয় কেন?

নখ কাটতে গিয়ে নিশ্চয়ই আপনিও নেইল কাটারের এই ছোট চাকু দুটি দেখে থাকবেন। অনেক সময় এগুলি নিয়ে নাড়াচাড়া করলেও এর সঠিক কারণ কি তার আমাদের অনেকেরই জানা নেই। তবে নেইল কাটারের সঙ্গে থাকা এই দুটি চাকুর আলাদা ব্যবহার রয়েছে, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Image

বিভিন্ন সংস্থার নেলকাটারা আলাদা হলেও এর ডিজাইন সাধারণত এক থাকে। এর মধ্যে দুটি ছোট চাকু থাকে। একটি সাধারণত ছুরির মধ্যে দেখতে। কিন্তু ধারালো খুব একটা না। আবার আরেকটি অন্যরকম ডিজাইনের ছোট চাকুর মতো দেখতো। সেগুলি দিয়ে নখ কাটা প্রায় অসম্ভব। তাই এই চাকু দুটির আলাদা ব্যবহার রয়েছে।

এর মধ্যে সোজা আকৃতির ব্লেড বা চাকুটির ব্যবহার অত্যন্ত সোজা। নখ কাটলে নখের উপরের অংশ অসমান হয়ে থাকে। তখন নখের অসমান অংশ সমান করার জন্য চাকুর মতো অংশটির ধার দিয়ে ঘষতে হয়। তবেই নখ সমান হয়। ফলে নখের আকৃতি ঠিক রাখার জন্যও অনেকে এটি ব্যবহার করেন।

Image

আরেকটি ব্লেড দিয়ে বোতলের সিল করা ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কের ঢাকনা খুলতে পারেন। এর পাশাপাশি অনেক সময়ে নখের আকৃতি বড় হয়ে গেলে ময়লা জমে যায়। যাঁরা নখ বড় রাখতে চান, তাঁরা এই চাকুটির সাহায্যে নখের ভিতরের অংশ পরিষ্কার রাখতে পারেন। তাই জন্য নেলকাটারের সঙ্গে সবসময় এই দুটি চাকু দিয়ে দেওয়া হয়ে থাকে।