কেন সোনার চেয়েও বেশি দামে বিক্রি হয় হাতির দাঁত, জেনে নিন এর কারণ

আপনি হাতির দাঁতের সম্পর্কে প্রায় শুনে থাকবেন যে এটি অত্যন্ত মূল্যবান। তবে এটির দাম শুনলে আপনি অবাক হতে বাধ্য। এই প্রতিবেদনে বলা হয়েছে, হাতির দাঁতের চাহিদা এবং এত অত্যন্ত দামী হওয়ার কারন গুলি কি কি…! হাতির একজোড়া দাঁতের দাম ৮ কোটি টাকার চেয়েও বেশি। 

জানিয়ে রাখি, হাতির দাঁত গহনা তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষ করে উচ্চবিত্তদের জন্য এটি থেকে গলার হার, চুরি, বোতাম তৈরি করা হয়। যে কারণে এর দাম এত বেশি।

Image

প্রাচীনকাল থেকেই হাতির দাঁতের তৈরি গহনা ব্যবহৃত হয়ে আসছে। অতীতে রাজ পরিবার ও অভিজাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে হাতির দাঁতের তৈরি গহনার প্রচুর চাহিদা ছিল। আসলে তাদের এটি আভিজাত্যের বিষয় ছিল, যে কারণে হাতির দাঁতের দাম সোনার চেয়েও বেশি।

ধর্মীয় কারণেও হাতির দাঁতের চাহিদা রয়েছে। ভগবান শ্রী গনেশকে একটি হাতির মুখের আকারে দেখানো হয়েছে। যার মধ্যে হাতির দাঁত বের হতে দেখা যায়। তাই সনাতনীদের মধ্যেও এর ব্যাপক চাহিদা রয়েছে।

তবে হাতির দাঁতের ব্যাবসাকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই সংক্রান্ত ব্যবসা করলে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারায় আইনি ব্যবস্থা নেয়া হয়। মানুষ দাঁতের লোভে হাতিকে মেরে ফেলে। যে কারণে এই নিরীহ প্রাণীটির সংখ্যাও অনেক কমে এসেছে।