বিয়ের ৪৩ বছর পরও কেন একই ছাদের তলায় থাকেন না ধর্মেন্দ্র-হেমা, ফাঁস করলেন অভিনেত্রী

হেমা মালিনী জানিয়েছেন ৪৩ বছরের দাম্পত্যর পরও কেন তারা আলাদা থাকেন

বলিউডে ধর্মেন্দ্র (Dharmendra) এবং হেমা মালিনীর (Hema Malini) প্রেমের গল্প কমবেশি সকলেরই জানা। কিন্তু, জানেন কি, হেমার বাবা-মা শুরুতে তাদের সম্পর্ক একেবারেই মেনে নেননি। এর একটি কারণ ধর্মেন্দ্র সেই সময় বিবাহিত ছিলেন। যদিও ১৯৮০ সালে সমস্ত বাধা কাটিয়ে বিয়ে করেন। এখন প্রশ্ন বিয়ের ৪৩ বছর পরও কেন ধর্মেন্দ্রর থেকে আলাদা থাকেন হেমা মালিনী।

এই মুহূর্তে প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই থাকেন ধর্মেন্দ্র। সানি দেওলের ছেলে কর্ণ দেওলের বিয়েতে স্ত্রীকে সঙ্গে নিয়েই আসেন। আশীর্বাদ দেন নবদম্পতিকে। তা হলে হেমা কোথায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করে নেন, তিনি ও ধর্মেন্দ্র এক ছাদের তলায় থাকেন না।

সম্প্রতি হেমার একটি সাক্ষাৎকার সামনে এসেছে, যেখানে তিনি ধর্মেন্দ্রর সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলছেন। সেখানে তিনি স্বামীর থেকে দূরে থাকার কারণও জানিয়েছেন। যা ছিল রীতিমত অবাক করার মত। এখন প্রশ্ন হল দীর্ঘ ৪৩ বছর। সুখের দাম্পত্য জীবন কাটিয়া এখন কেন আলাদা থাকতে হচ্ছে তাদের!

তাঁদের আলাদা থাকার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘কেউ কি চায় এমন কিছু? এটা আসলে ঘটে যায়। এবং তা মেনে নিতেও হয়। সব নারীই চায় যে আর পাঁচটা স্বাভাবিক পরিবারের মতো তারও স্বামী, সন্তান হোক। কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না।’’

তিনি আরো বলেছেন, ‘এতে আমার খারাপ লাগে না। আমি নিজেই খুশি। আমার দুটি সন্তান আছে, যাদের আমি ভালো করে মানুষ করেছি। অবশ্যই, ধর্মেন্দ্র সর্বদা সেখানে ছিলেন। সন্তানদের বিয়ে নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের মধ্যে তিনিও অন্যতম। আমি সব সময় আশ্বস্ত করতাম, যখন ঠিক সময় আসবে, তখন হবে।’

ধর্মেন্দ্র যখন হেমা মালিনীর প্রেমে পড়েন তখন তিনি ছিলেন বিবাহিত এবং চার সন্তানের বাবা। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর নাম ছিল প্রকাশ কৌর (Prakash Kaur)। তবে হেমা মালিনীকে বিয়ে করার পরেও প্রথম স্ত্রীর সাথে বা সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। হেমার ও ধর্মেন্দ্রর দুটি সন্তান রয়েছে এশা ও অহনা।