পাখিদের কেন ডাইনোসরের বংশধর বলা হয়? কারণ জানলে অবাক হবেন

যে কারণে ডাইনোসরের বংশধর বলা হয় পাখিদের

ডাইনোসর ছিল পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে একটি। প্রায় সাড়ে ছয় বিলিয়ন বছর আগে একটি বিশাল উল্কা পৃথিবীতে আঘাত হানে। যার কারণে ডাইনোসরের অস্তিত্ব মুছে যায়। কিন্তু যদি বলা হয় যে ডাইনোসরের বংশধররা পৃথিবীতে এখনও বেঁচে আছে। কথাটা একটু অদ্ভুত শোনালেও এটাই সত্যি।

আসলে, পাখিদের ডাইনোসরের বংশধর বলা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, পৃথিবীতে বর্তমান পাখিরা ডাইনোসরের বংশধর। তার মানে ডাইনোসর পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। এর পেছনের কারণ হল ডাইনোসর এবং পাখিরা একসাথে বাস করত।

Image

কিন্তু লক্ষ লক্ষ বছর আগে একটি উল্কার সাথে সংঘর্ষের পর ডাইনোসরের অবসান ঘটে। কিন্তু এই পাখি বেঁচে গেল। তবে বিজ্ঞানীরা এখনও এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি। কিন্তু বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। ডাইনোসরদের শরীরের গঠন ও পাখিদের শরীরের গঠন একই।

কিন্তু পৃথিবীতে ভয়াবহ গ্রহাণু আঘাত হানার পরেও পাখিরা কিভাবে বেঁচে গেল? এর কোনো সুনির্দিষ্ট কারণ এখনো পাওয়া যায়নি। কিন্তু এ বিষয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। কেউ কেউ বিশ্বাস করেন যে গ্রহাণুর আঘাতের পর কেবল সেই পাখিদের দাঁত ছিল না।

Image

আসলে সেই সময় দুই ধরনের পাখির অস্তিত্ব ছিল এক দাঁতওয়ালা আর  দাঁতবিহীন। যেসব পাখিদের দাঁত ছিল তারা ডাইনোসরের মতোই বিলুপ্ত হয়ে গেছে কারণ মহা বিপর্যয়ের পর তাদের খাদ্যের অভাব দেখা দেয় এবং বিলুপ্ত হয়। এদিকে দাঁতবিহীন পাখিরা ঠোঁটে করে মাটি খুঁড়ে খাবার খেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। এসব তত্ত্ব গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন।