GK : স্বাধীনতার পর ভারতে প্রথম কাকে ফাঁসি দেওয়া হয়েছিল জানেন?

কোন সেই ব্যক্তি যাকে স্বাধীনতার পর প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা আমাদের অজানাকে জানতে সাহায্য করে। এমনকি এটি মানুষের পড়তেও ভালোবাসেন। এছাড়া যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও ইন্টারভিউগুলিতে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ কোন বন্দর থেকে টাইটানিক (Titanic) জাহাজটি তার যাত্রা শুরু করেছিল?
উত্তরঃ ১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক।

২) প্রশ্নঃ কোন প্রাণী তার মাথা ৩৬০ ডিগ্রী ঘোরাতে পারে?
উত্তরঃ পেঁচা তার মাথা ৩৬০ ডিগ্রী ঘোরাতে পারে।

৩) প্রশ্নঃ কোন দুটি ধাতুকে মিশিয়ে পিতল তৈরি করা হয়?
উত্তরঃ তামা ও দস্তার সংকর ধাতু হলো পিতল (Brass)।

৪) প্রশ্নঃ যে নারীর স্বামী ও পুত্র মৃত তাকে এক কথায় কী বলা হয়?
উত্তরঃ অবিরা।

৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ দার্জিলিং (Darjeeling) জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়।

৬) প্রশ্নঃ কোন বিজ্ঞানী প্রথম দুটি নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ বিজ্ঞানী মেরি কুরি (Marie Curie)।

Image

৭) প্রশ্নঃ পুরো পৃথিবীতে কোন ধর্মের মানুষ সে সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ খ্রিস্টান ধর্মের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে।

৮) প্রশ্নঃ টাইটানিক জাহাজের সর্বোচ্চ গতিবেগ কত ছিল?
উত্তরঃ ৪২.৬ কিলোমিটার প্রতি ঘন্টা।

৯) প্রশ্নঃ উট পাখির পর পৃথিবীর সবচেয়ে ভারী পাখির নাম কি?
উত্তরঃ ইমু (Emu) পাখি বিশ্বের দ্বিতীয় ভারী পাখি।

Image

১০) প্রশ্নঃ স্বাধীনতার পর ভারতে প্রথম কাকে ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ স্বাধীনতার পর ভারতের প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল নাথুরাম গডসে (Nathuram Godse) ও নারায়ন আপ্তেকে (Narayan Apte), (১৯৪৯ সাল, ১৫ নভেম্বর) যারা উভয়েই মহাত্মা গান্ধীর হত্যার দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিলেন।