দীপিকা বা আলিয়া নন! ১০০ কোটি ক্লাবের মুভিতে প্রথম বলিউডের নায়িকা কে ছিলেন জানেন?

১০০ কোটির ক্লাবের প্রথম বলিউডের নায়িকা কে ছিলেন?

যুগের সাথে তাল মিলিয়ে বলিউডও (Bollywood) বিশ্ব দরবারে এক আলাদাই পরিচিতি স্থাপন করেছে। ইন্ডাস্ট্রি এখন এত এগিয়েছে যে ১০০ কোটির পার না করলে প্রায় ফ্লপ বলেই গণ্য করা হয়। বর্তমানে বলিউডের কিছু ছবি ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে থাকে। তবে ভারতের প্রথম ১০০ কোটির ব্যাবসা করা ছবি কোনটি ছিল জানেন?

Image

৮০-র দশকে এমন একজন নায়িকা ছিলেন যার ছবি এই রেকর্ড করেছিল। যদিও সেসময় এটি যেন কল্পনাতীত। কারণ সেই সময় টিকিটের দাম ছিল খুবই স্বল্প। ছবির বাজেট থেকে বেশি আয় হলেই খুশিতে আত্মহারা হতেন নির্মাতারা। তখনকার সময়ে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও কিম যশপাল (Kim Yashpal) অভিনীত ‘ডিস্কো ড্যান্সার’ (Disco Dancer) ছবিটিই ১০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়েছিল।

Image

বলিউডের প্রথম ১০০ কোটির ক্লাবের অভিনেত্রী হিসেবে কিম এই রেকর্ড গড়েছিলেন। তৎকালিনীন রেখা, জয়াপ্রদা, শ্রীদেবী থেকে শুরু করে হেমা মালিনীদের মত প্রথম সারির নায়িকারাও জীবনে এমন নজির গড়তে পারেননি। সেই জায়গায় কিম তেমনভাবে পরিচিত না হয়েও সেই অসাধ্য সাধন করেন।

Image

মডেলিং এবং বিভিন্ন পত্রিকাতে ফটোশুটের মাধ্যমেই কেরিয়ার শুরু করেন কিম। ডিস্কো ড্যান্সার ছবির আগে তাকে বিভিন্ন ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা যেত। কিন্তু মিঠুন-দার সাথে কাজ করার পরই তিনি রাতারাতি স্টার বনে যান। এরপর তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। ১৯৮০ সালে ড্যানি ডেনজংপার (Danny Denzongpa) সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।

Image

ড্যানি এবং কিম একসঙ্গে লিভ ইন করতেন। কিন্তু কিমকে ছেড়ে ড্যানি সিকিম রাজবংশের মেয়ে গাওয়াকে বিয়ে করে নেন। কিম এই বিষয়টি মেনে নিতে পারেননি যার প্রভাব পড়েছিল তার কেরিয়ারেও। ১৯৯৩ সালে কিম অভিনয় জগত থেকে হঠাৎই উধাও হয়ে যান। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায় নি।