কয়লা থেকে কৃষ…রাকেশ রোশন পরিচালিত ছবিগুলি কেন ‘K’ দিয়ে শুরু হয়?

যে কারণে রাকেশ রেশন পরিচালিত ছবিগুলি ‘K’ দিয়ে শুরু হয়

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির বহুমুখী প্রতিভার অধিকারী হলেন রাকেশ রোশন (Rakesh Roshan)। অভিনেতা হোক বা পরিচালক কিংবা প্রযোজক সমস্ত ক্ষেত্রেই তিনি সেরা। তবে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, রাকেশ রোশনের বেশিরভাগ ছবিগুলির নামই শুরু হয় ‘K’ অক্ষর দিয়ে। কিন্ত কেন?

দীর্ঘ ফিল্মি কেরিয়ারে বহু ছবি পরিচালনা করেছেন তিনি। তার একাধিক ছবিতে নায়ক হিসেবে নিয়েছেন তার নিজের ছেলে হৃতিককে। রাকেশ রোশনের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। একটা সময় নিজে চুটিয়ে অভিনয় করলেও ছেলে হৃতিক রোশন (Hrithik Roshan) ইন্ডাস্ট্রিতে পা রাখার পর পর-ই অভিনয় ছেড়ে দেন।

Image

রাকেশের উজ্জ্বল পরিচালনার কেরিয়ারে রয়েছে বেশ কয়েকটি হিট ছবি যেমন, ‘কৃষ, কহো না পেয়ার হ্যায়, করণ অর্জুন, কোই মিল গয়া, কয়লা। কিন্তু তার ছবিতে একটি বিশেষদিক লক্ষনীয় তাহল, রাকেশের হাতে গোনা কয়েকটি বাদ দিলে প্রায় সব ছবির নামই শুরু হয় ‘K’ দিয়ে।

এর কারণ হিসেবে জানা যায়, ১৯৮২ সালে ‘কামচোর’ নামে একটি ছবি বানিয়েছিলেন রাকেশ রোশন। ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই তা ব্লকব্লাস্টার হয় । তবে এরপর ‘জাগ উঠা ইনসান’ নামে ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তার পরবর্তী ছবি ‘ভগবান দাদা’রও একই পরিণতি ঘটে।

Image

এরপর এক অনুরাগী তাকে চিঠি দিয়ে এক বিশেষ অনুরোধ জানান। যে নিজের ছবির নাম ‘K’ অক্ষর দিয়ে রাখতে। উদাহরণ হিসেবে কামচোর ছবির সাফল্যের কথাও সেখানে উল্লেখ করে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় ওই চিঠির বক্তব্যে বিশ্বাস করেননি রাকেশ।

তবে সেই বছর ‘ভগবান দাদা’ ফ্লপ হয়ে যায়‌ এবং অদ্ভুতভাবে তার পরবর্তী ছবি ‘খুদগরজ’ হয়ে যায় সুপারহিট। জানা যায়, তারপর থেকেই নাকি নিজের পরিচালিত সব ছবিই যাতে ‘K’ দিয়ে শুরু হয় সেদিকে বিশেষ নজর রাখেন রাকেশ রোশন। তার পরিচালিত পরবর্তী ছবি ক্রিশ-4 ২০২৫ সালে মুক্তি পাবে।