ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে একগুচ্ছ নজির গড়লেন কে. এল. রাহুল

ওপেনার হিসেবে যে লোকেশ রাহুলকে বিরাট কোহলিরা গুরুত্ব দেননি, এদিন তিনিই ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের মাঠে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন একগুচ্ছ নজির। দ্বিতীয় ম্যাচের প্রথম দিনেই ওপেন করতে নেমে ভারতীয় দলের ভরসা হয়ে ওঠেন। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ছ’নম্বর সেঞ্চুরি।

ENG vs IND, 2nd Test: KL Rahul Scores Sixth Test Hundred In Lord's  Masterclass | Cricket News

☞ কি নজির গড়লেন রাহুল? এক নজরে দেখে নিন:-

১) এশিয়ার বাইরে টেস্টের প্রথম দিনেই ভারতীয় দ্বিতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন কে. এল. রাহুল । এর আগে ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নভজ্যোৎ সিং সিধু ওপেন করতে নেমে প্রথম দিনই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সিধুর পরে এই কৃতিত্ব অর্জন করলেন কে. এল. রাহুল।

২) এশিয়ার বাইরে ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় তিন নম্বরে জায়গা করে নিলেন কে. এল. রাহুল। এই তালিকায় শীর্ষে রয়েছেন সুনীল গাভাস্কার। ওপেনার হিসেবে তিনি ৮১ ইনিংসে ১৫টি সেঞ্চুরি, দ্বিতীয় স্থানে থাকা বীরেন্দ্র শেহবাগ ৫৯ ইনিংসে ৪টি সেঞ্চুরি। এদিন রাহুল ২৮টি ইনিংস খেলে তিনিও ৪টি শতরান করে শেহবাগকে স্পর্শ করলেন।

IND vs ENG live score updates: After Rohit sharma, KL Rahul hits fifty

৩) তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে লর্ডসের মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করলেন কে. এল. রাহুল। তার আগে ১৯৯০ সালে এই মাঠে ওপেনার হিসেবে বর্তমান ভারতীয় কোচ রবি শাস্ত্রী আর ভিনু মানকড় ১৮৪ রান করেছিলেন।

প্রসঙ্গত, নটিংহাম এর প্রথম টেস্টে মাত্র ১৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন কে. এল. রাহুল। প্রথম ইনিংসে ৮৪ ও দ্বিতীয় ইনিংসে ২৬ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে ছিলেন। তবে এদিন সেই আফসোসটা সুদে-আসলে মিটিয়ে নিলেন তিনি।