T20 বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড, বাদ পড়েছেন বিখ্যাত তারকারা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ আরও বেড়ে চলেছে। সমস্ত ক্রিকেট বোর্ড তাদের নিজ নিজ দল চূড়ান্ত করা শুরু করেছে। এদিন নিউজিল্যান্ড ক্রিকেট দল ১৫ সদস্যের দল ঘোষণা করে। নেতৃত্ব ভার কেন উইলিয়ামসনের হাতে তুলে দেওয়া হলেও কিউই দলের কয়েকজন বিখ্যাত তারকাকে ছাঁটাই করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

2020 T20 World Cup and its popularity

চলতি বছরে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। সদ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

World Cup 2019: Kane Williamson named Player of the Tournament - Sports News

কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে, যিনি গত কয়েক মাসে দুরন্ত ফর্মে রয়েছেন। এছাড়াও অভিজ্ঞ তারকা মার্টিন গাপ্টিল ও উইকেটরক্ষক টিম সেফর্ট এর উপস্থিতিতে ব্যাটিং আরো শক্তিশালী হবে। তবে রস টেলর, কলিন মুনরো, কলিন ডি গ্র্যান্ডহোমদের মতো তারকাদের ছাঁটাই করেছে টিম ম্যানেজমেন্ট। এদিকে বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং ইশ সোধির মতো বোলাররা রয়েছেন। 

New Zealand Cricket announces schedule of upcoming summer | NewsBytes

জানিয়ে রাখি, ২০২১ দ্বিতীয় পর্বের আইপিএলে আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ায় নিউজিল্যান্ডের খেলোয়াড়সহ বিশ্বের সমস্ত খেলোয়াড়রা নিজ নিজ দলে যোগদান করতে পারবেন। আইপিএল শেষ হওয়ার ঠিক দুই দিন পরেই শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

☞ নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দল:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাশলে, ট্রেন্ট বোল্ট, ডোভেন কনওয়ে, মার্টিন গাপ্টিল, গ্লেন ফিলিপস, টিম সেফার্ট (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কাইলি জ্যামিসন, লকি ফার্গুসন, টিম সাউদি। অতিরিক্ত খেলোয়াড়: অ্যাডাম মিলনে