রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের মধ্যে সেরা কোচ কে? পার্থক্যটা জানালেন গৌতম গম্ভীর

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়েছে আর নতুন কোচ হিসেবে যোগদান করেছেন কিংবদন্তি খেলোয়াড় রাহুল দ্রাবিড়। এদিকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর এই দুজন ভারতীয় কোচের মধ্যে পার্থক্য টেনে এনে তুলনা করে জানিয়েছেন তাদের পার্থক্যটা কোথায়। প্রসঙ্গত, রবি শাস্ত্রির আমলে ভারতীয় দল টেস্টে শীর্ষ স্থান অর্জন করে। এমনকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় করে। কিন্তু তার আমলে ভারতীয় দল একটি বারও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি। 

Gautam Gambhir announces start of free COVID-19 vaccination camps in Delhi

গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল যে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রির মধ্যে কোন কোন ত্রুটি ছিল। টাইমস নাও-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীর এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ‘আমার ভীষণ অদ্ভুত লেগেছে যখন আপনি ভালো খেলেন অথচ নিজের প্রশংসা করেন না, তবে যদি অন্যরা নিয়ে এটা বলে তাহলে ঠিক আছে। আমরা যখন ২০১১ বিশ্বকাপ জিতেছিলাম আমরা কেউই নিজেদেরকে বিশ্বসেরা দল বলে কোন বিবৃতি দিইনি।’ 

Should Rahul Dravid replace Ravi Shastri as Team India coach? Kapil Dev has to say THIS

এরপর গম্ভীর আরও বলেন, ‘আপনি যখন জয়ী হবেন এটির সম্পর্কে অন্যদেরকে বলতে দিন। আপনি অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছেন খুবই বড় ব্যাপার, আপনি ইংল্যান্ডের মাটিতে জিতেছেন, কারণ আপনি ভালো খেলেছেন সে নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আপনি অন্যদের দিয়ে আপনার প্রশংসা করাতে চেয়েছেন, এই ধরনের কথাবার্তা রাহুল দ্রাবিড়ের মুখ থেকে কখনো শুনতে পাবেন না। ভারতীয় দল ভালো খেলুক কিংবা খারাপ তার বক্তব্য সবসময় সামঞ্জস্যপূর্ণ থাকবে। কারণ নম্রতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি রাহুল দ্রাবিড়ের সবচেয়ে বড় লক্ষ্য হবে একজন ভালো খেলোয়াড়কে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।’