ধোনির সবচেয়ে বিশ্বস্ত খেলোয়াড় এবার সিএসকে থেকে বাদ যাবেন, ইঙ্গিত দিলেন সিইও

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেক খেলোয়াড়ই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো বিভিন্ন দেশের খেলোয়াড়রা রয়েছেন। হয়ত তাদের ২০২২ আইপিএল খেলতে দেখা যাবে, কিন্তু রদবদল হতে পারে দলের ক্ষেত্রে। ঠিক তেমনই ইঙ্গিত দিয়েছেন সিএসকের সিইও কাশীনাথ বিশ্বনাথ। ধোনির এক বিশ্বস্ত খেলোয়াড় হয়ত এবার সিএসকে দল থেকে বাদ পড়তে পারেন।  

IPL 2021: MS Dhoni finishes off with a six, CSK become first team to  qualify for playoffs

কাশীনাথ বিশ্বনাথ ডোয়েন ব্র্যাভোর আইপিএল খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ডোয়েন ব্র্যাভোকে নিয়ে যে সংশয়টি তৈরি হয়েছে, তাকে ২০২২ আইপিএল খেলতে দেখা গেলেও, সিএসকে দল তাকে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করেনি। বিশ্বনাথ জানিয়েছেন, আগামী বছর তাকে সিএসকে ধরে রাখবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিন্তু নিয়ম অনুযায়ী মাত্র ৪ জন খেলোয়াড়কে ধরে রাখা যায়।  

Dwayne Bravo makes case for CSK's 'spent' players in dramatic win over  Mumbai Indians

চেন্নাই সিওর এই বক্তব্য থেকে এটা নিশ্চিত যে, আগামী বছর ডোয়েন ব্র্যাভোকে ধরে রাখতে চাইছে না। কাশীনাথ বিশ্বনাথ বলেছেন, আগামী ৩০শে নভেম্বর খেলোয়াড়দের নাম প্রকাশ হবে, এতেই জানা যাবে আমরা কোন কোন খেলোয়াড়দের ধরে রাখতে চলেছি। উল্লেখ্য, ২০২১ আইপিএলে ডোয়েন ব্র্যাভো ১১ ম্যাচে ১৪টি উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।  

MS Dhoni, Dwayne Bravo and Shane Watson have lots to offer: CSK coach  Stephen Fleming | Cricket - Hindustan Times

অধিনায়ক ধোনি সবচেয়ে বিশ্বস্ত খেলোয়াড়দের মধ্যে ডোয়েন ব্র্যাভো একজন, যিনি ডেথ ওভারের স্পেশালিস্ট। এই সময়ে প্রতিপক্ষের রানরেট কমানোর পাশাপাশি উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে তার। এমনকি শেষের দিকে ব্যাট হাতে নেমে বড় বড় শট খেলে ম্যাচের গতিপথ পরিবর্তন করতে সক্ষম। এছাড়া তাঁর অসাধারণ ফিল্ডিং দিয়ে দলকে বহুবার সাফল্য দিয়েছেন।