বিশ্ব ক্রিকেটের সেই বোলাররা যারা প্রথম ওভারেই হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন

ক্রিকেটের নিত্যনতুন রেকর্ড তৈরি হয়, আবার ভেঙেও যায়। কিন্তু এই খেলায় এমন কিছু রেকর্ড তৈরি হয়েছিল যা মানুষের হৃদয়ের ঠাঁই করে নিয়েছে। এর মধ্যে প্রথম ওভারেই হ্যাটট্রিক নেওয়ার রেকর্ড অন্যতম। তবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এখনো পর্যন্ত মাত্র দুজনই বোলার রয়েছেন, যারা প্রথম ওভারে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন।

১) চামিন্ডা ভাস:

এই তালিকায় এক নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কান বোলার চামিন্ডা ভাসের নাম। তিনি ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এই ম্যাচের প্রথম ওভারের প্রথম তিন বলে তিনটি উইকেট নেন। শুধু তাই নয়, ওই ওভারের পঞ্চম বলে আরও একটি উইকেট নিয়ে এক ওভারে চারটি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

এই ম্যাচে চামিন্ডা ভাস ২৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তিনি হ্যাটট্রিক নেওয়ার সময় হানি সরকার, মোহাম্মদ আশরাফুল এবং আহসান উল হককে আউট করেছিলেন। ম্যাচটি শ্রীলঙ্কা দল ১০ উইকেটে জয়লাভ করে।

২) ইরফান পাঠান:

২০০৬ সালে পাকিস্তান সফরে ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে রাহুল দ্রাবিড় প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। ইরফান পাঠান ভারতের হয়ে প্রথম ওভারটি করেছিলেন এবং এটি খুব স্মরণীয় ওভার ছিল।

ইরফান পাঠান তার প্রথম ওভারের চতুর্থ বলে সালমান বাটকে দ্রাবিড়ের হাতে ক্যাচ দেন, পঞ্চম বলে ইউনিস খানকে এলবিডব্লিউ করেন এবং ষষ্ঠ বলে মোহাম্মদ ইউনুসকে বোল্ড করে হ্যাট্রিক পূর্ণ করেন। প্রথম ইনিংসে ইরফান পাঠান ৬১ রানে ৫ উইকেট নেওয়ায় পাকিস্তান দল ২৪৫ রানে গুটিয়ে যায়। যদিও সেই টেস্ট ম্যাচটি হেরেছে ভারতীয় দল। কিন্তু ইরফান পাঠানের সেই হ্যাটট্রিক এখনো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে বেঁচে আছে।