নখে সাদা দাগ কিসের কিসের লক্ষণ, আপনি যা ভাবেন তা কিন্তু নয়

নখ আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মেয়েরা নখকে একটু বেশিই গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু মাঝেমধ্যেই আমরা দেখতে পায় নখের মধ্যে কিছু সাদা দাগ রয়েছে। বলা হয় মুখে সাদা দাগ মানে শরীরে ক্যালসিয়ামের অভাব। সেই চিরাচরিত ধারণার জন্য অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু সত্যি কি ভয়ের কিছু রয়েছে? হ্যাঁ একদম অবহেলা করা একেবারেই উচিত নয়।

কখনও কখনও নখের মধ্যে সাদা দাগের আবির্ভাব হয় ধাক্কা বা চোট লাগলে। তবে এই আঘাত খুব গুরুতর হবে এমনও নয়। টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা কিংবা লোকদের দাঁত কাটলেও এই ধরনের দাগ দেখা দিতে পারে। আসলে এই সাদা দাগগুলি হল নখের ক্ষতিগ্রস্ত কোষ।

Image

মুখে সাদা দাগ দেখা যায় কেন এর কারণ হিসেবে বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন ক্যালসিয়ামের ঘাটতির কারণে ভুগলে এই ধরনের সাদা সাদা দাগ দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন নখে পাঙ্কটেট লিউকোনচিয়া দেখা দিলেই এই ধরনের সাদা সাদা দাগ দেখা দিতে পারে।

সাদা দাগ প্রথমে নখের শেষভাগ থেকে দেখা দিতে শুরু করে এবং তা ক্রমশ সামনের দিকে দেখা দেয়। তবে চিন্তার বিষয় হলো বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদি সাদা সাদা পুরো মুখেই দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া উচিত।

পুরো নখে যদি সাদা দাগ ছড়িয়ে পড়ে এর কারণ হিসেবে লিভারের সমস্যা, কিডনি ফেলিওর কিংবা হৃদরোগের মত মারাত্মক রোগ দেখা দিতে পারে। এছাড়া কখনো কখনো রক্তের প্রোটিনের মাত্রা কমে গেলেও এই ধরনের দাগ দেখা দেয়।