GK : ভোরবেলাতে মানুষের মৃত্যু বেশি হয় কেন? উত্তর জানলে অবাক হবেন

যে কারণে ভোর বেলায় মানুষের মৃত্যু বেশি হয়?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনও পর্যায়ে আপনাকে সাধারণ জ্ঞানের প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাই মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ সাপের কামড়ে নাকি হাতি মরে না এই কথাটি সত্যি নাকি মিথ্যা?
উত্তরঃ সাপের কামড়ে হাতি মরে কিন্তু ঘোড়া মরে না।

২) প্রশ্নঃ বিশ্বের কোথায় নির্দোষীদের বন্দি করে রাখা হয়?
উত্তরঃ চিড়িয়াখানায়।

৩) প্রশ্নঃ মস্তিষ্কের কোন অংশ বাদ দিলে আপনি আর ভয় পাবেন না?
উত্তরঃ অ্যামিগডিলা (Amygdala)।

৪) প্রশ্নঃ Paytm ভারতের কোন রাজ্যের কোম্পানি?
উত্তরঃ পেটিএম হল ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের কোম্পানি।

৫) প্রশ্নঃ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের এর আসল নাম কী?
উত্তরঃ জন্মকালীন সময়ে তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তামবে (Manikarnika Tambe), তিনি মহারাষ্ট্রের মারাঠী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন (১৮২৮ সাল)।

৬) প্রশ্নঃ হলুদ ও নীল রং কে একসাথে মেশালে কোন রং তৈরি হয়?
উত্তরঃ সবুজ রং।

৭) প্রশ্নঃ হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল?
উত্তরঃ ইংল্যান্ডে হকি খেলার জন্ম হয়েছিল আর এটি ভারতের জাতীয় খেলা।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা কত সালে তৈরি হয়?
উত্তরঃ ১৭৮৬ সালে।

৯) প্রশ্নঃ ভারতের প্রথম জাতীয় সংগীত হিসেবে কোন গানটি গাওয়া হয়েছিল?
উত্তরঃ বঙ্কিমচন্দ্রের ‘বন্দেমাতরম’ গানটি।

১০) প্রশ্নঃ ভোরবেলাতে মানুষের মৃত্যু বেশি হয় কেন?
উত্তরঃ আসলে সারাদিনের মধ্যে ভোরবেলাতে মানুষের শরীর সবথেকে বেশি দুর্বল থাকে, যার জন্য এই সময়তেই মানুষের মৃত্যু বেশি হয়।