ভারতের কোন রাজ্যকে ‘সাত বোনের রাজ্য’ বলা হয়?

সাত বোনের রাজ্য কাকে বলে জানেন?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ বেশিরভাগ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি বেশি আসে। তাই ছাত্রদের যেকোনো ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। তাই এই প্রতিবেদনেও এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত কত সালে ১০০ বছর পূর্ণ করেছে?
উত্তরঃ ‘জন গণ মন’ জাতীয় সঙ্গীতটি ২০১১ সালে ১০০ বছর পূর্ণ করেছে।

২) প্রশ্নঃ হাতির ডাক কে কী বলা হয়?
উত্তরঃ বৃংহতি।

৩) প্রশ্নঃ কোন বিশ্ববিদ্যালয় বুড়ো থেকে যুবক হওয়ার ওষুধ তৈরি করেছে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

৪) প্রশ্নঃ কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে?
উত্তরঃ CPU কে (The Central Processing Unit)।

৫) প্রশ্নঃ স্বামী বিবেকানন্দ কত সালে মার্কিন মূলক শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন?
উত্তরঃ ১৮৯৩ সালে।

৬) প্রশ্নঃ বিষাক্ত ও বিষধর এর মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ বিষাক্ত মানে বিষ দ্বারা আক্রান্ত আর বিষধর মানে হল যে বিষ ধারণ করে।

৭) প্রশ্নঃ কোন নদীকে দক্ষিণ ভারতের জীবন রেখা বলা হয়?
উত্তরঃ গোদাবরী (Godavari)।

৮) প্রশ্নঃ দাবা খেলার জন্ম কোন দেশে হয়েছিল?
উত্তরঃ ভারতবর্ষে।

৯) প্রশ্নঃ সহজ পাঠ বইয়ের ছবিগুলিকে অঙ্কন করেছিলেন?
উত্তরঃ নন্দলাল বসু।

১০) প্রশ্নঃ ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন?
উত্তরঃ ভারতীয় বীর, ভগৎ সিং (Bhagat Singh)।

১১) প্রশ্নঃ একটি মানুষের সর্বোচ্চ কত ডিগ্রি জ্বর হতে পারে?
উত্তরঃ ১১৫ ডিগ্রী।

১২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের নবাবের শহর কাকে বলা হয়?
উত্তরঃ মুর্শিদাবাদকে।

১৩) প্রশ্নঃ জানেন কাকে বাংলার বাঘ বলা হয়?
উত্তরঃ স্যার আশুতোষ মুখোপাধ্যায় (Sir Ashutosh Mukherjee)।

১৪) প্রশ্নঃ কোন পাখি তার ওজনের থেকেও বেশি ওজনে ডিম পাড়ে?
উত্তরঃ কিউই পাখি।

Image

১৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘সাত বোনের রাজ্য’ বলা হয়?
উত্তরঃ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য — নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ (Seven Sisters) বা ‘সাত বোনের রাজ্য’ বলা হয়।