SIM Card : জানেন প্রতিটা সিম কার্ডের একটি কোণ কাটা থাকে কেন?

যে কারণে সিম কার্ডের একটি কোণ কাটা থাকে

SIM Card : স্মার্টফোন হোক বা ফিচারফোন বর্তমান সময়ে সবার হাতেই রয়েছে এই ডিভাইসগুলি। তবে সিম ছাড়া এগুলি সম্পূর্ণ অচল। কিন্তু যে ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে সিম ব্যবহার করে আসছেন তারা এর মধ্যে একটি জিনিস লক্ষ্য করেছেন যে প্রতিটি সিমের একটি কোণে সামান্য কাটা থাকে। এবার জানা যাক এর পেছনে রহস্য কী?

Image

সিমের একপাশ কোণ এভাবে কেন কাটা হয়? এই সম্পর্কে খুব কম মানুষই জানেন। নিশ্চয়ই এই প্রশ্নটা আপনার মাথাতেও কখনো না কখনো ঘুরে এসেছে, কিন্তু এ বিষয়ে সঠিক তথ্য পাননি বা জানার চেষ্টা করেননি। যাইহোক এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হলো যে সিম কার্ডের একটি কোণ কাটা হয় এবং এর কাজই বা কী?

সিম কার্ডের একটি কোণ কাটা রাখার কারণ হিসাবে যা জানা যাচ্ছে তা হল ব্যবহারকারীদের সুবিধার জন্য। আগে যখন সিম কার্ড আয়তাকার ছিল সেই সময় কোনটি সোজা দিক আর কোনটি উল্টো দিক তা চিনতে অসুবিধা হতো। এমন ক্ষেত্রে অনেক সময় সোজা উল্টো বুঝতে না পেরে অনেকেই উল্টো করে সিম কার্ড ফোনে ঢুকিয়ে দিতেন।

Image

টেক বিশেষজ্ঞদের মতে, সিমের একটি কোণ কাটা হয় যাতে সিমটি সঠিকভাবে মোবাইল ফোনে ভরা যায়। আসলে সিমটি উল্টো না সোজা তা সনাক্ত করার জন্যই সিমের ডিজাইন এমনভাবে করা হয়। এবার মানুষ যদি সিমটি উল্টো করে মোবাইলে ভরে, তাহলে এর চিপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এই সমস্যা সমাধানের জন্য টেলিকম কোম্পানিগুলো সিমের আকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো আকার পরিবর্তন করার সময় সিম কার্ডের একপাশ কেটে ফেলে। এতে মোবাইল ফোনে সিম কার্ড ঢোকানো এবং বের করা সহজ হয়ে ওঠে। কারণ মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও একই আকার রাখা হয়।