জিকে কুইজ : জানেন ভারতবর্ষের কোন রাজ্যে দুই ঘন্টা আগে সূর্য ওঠে? 

ভোর বেলায় সূর্যোদয় হয় ভারতের কোন রাজ্যে?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যে কোন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি এই ধরনের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এছাড়া সাধারণ জ্ঞান একজন মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতে সক্ষম। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এবার এক নজরে দেখে নিন। 

১) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ দ্য ইন্ডিয়ান উইমেন ইউনিভার্সিটি, যা মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত (১৯১৬ সাল)।

২) প্রশ্নঃ ‘ভারত ভারতীয়দের জন্য’ বলে কে স্লোগান দিয়েছিলেন?
উত্তরঃ দয়ানন্দ সরস্বতী (Dayananda Saraswati)।

৩) প্রশ্নঃ ভারতের সবচেয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রমকারী ট্রেন কোনটি?
উত্তরঃ বিবেক এক্সপ্রেস ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ৮ রাজ্যের ওপর দিয়ে যায়।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম ট্রেন কত দূরত্ব অতিক্রম করেছিল?
উত্তরঃ ১৮৫৩ সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

৫) প্রশ্নঃ রেললাইনের দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বে ভারতীয় রেলের অবস্থান কী?
উত্তরঃ ভারতীয় রেল হল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক।

৬) প্রশ্নঃ তরাইনের প্রথম যুদ্ধ (১১৯১ খ্রিস্টাব্দ) কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ তরাইনের প্রথম যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান এবং মুহাম্মদ ঘোরীর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘোরীকে পরাস্ত করেন।

৭) প্রশ্নঃ ভারত নামের উৎপত্তি প্রাচীন যুগের কোন প্রতাপশালী রাজার সাথে সম্পর্কিত?
উত্তরঃ ভারত চক্রবর্তী।

৮) প্রশ্নঃ রামায়ণ ও মহাভারত কোন যুগে রচিত হয়েছিল?
উত্তরঃ বৈদিক যুগে রচিত দুটি মহাকাব্য হল রামায়ণ ও মহাভারত।

৯) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশ কি দিয়ে গঠিত?
উত্তরঃ পৃথিবীর অভ্যন্তরীণ স্তর যা লোহা এবং নিকেলের মতো উপাদান মৌল দ্বারা গঠিত।

১০) প্রশ্নঃ জানেন ভারতবর্ষের কোন রাজ্যে দুই ঘন্টা আগে সূর্য ওঠে? 
উত্তরঃ ভারতের অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) সূর্যোদয় হয় ভোর চারটের সময়।