GK : বিশ্বের কোন দেশে ‘ভারত’ নামে গ্রাম রয়েছে? উত্তর জানলে অবাক হবেন

‘ভারত’ নামক গ্রামটি বিশ্বের কোন দেশে রয়েছে?

General Knowledge Quiz : শিক্ষার্থীরা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্নভাবে নোট, বই ইত্যাদি জোগাড় করে থাকে। কিন্তু পাঠ্য বিষয়ের পাশাপাশি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরেও আসে। আর এই ধরনের প্রশ্নগুলি বেশিরভাগ সাধারণ জ্ঞানের হয়ে থাকে। এখানেও তেমনি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়ে আসা হলো, যা আপনার অনেক সহায়ক হবে।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের সীমানা বেশিরভাগ রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
উত্তরঃ উত্তরপ্রদেশ হল সেই ভারতীয় রাজ্য, যার সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্য রয়েছে।

২) প্রশ্নঃ ভারতের পূর্ব সমুদ্র উপকূল কী নামে পরিচিত?
উত্তরঃ করমণ্ডল (Karamandal) উপকূল, যা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি ‘মিনি পাঞ্জাব’ (Mini Punjab) নামেও পরিচিত?
উত্তরঃ কানাডা ‘মিনি পাঞ্জাব’ নামেও পরিচিত।

৪) প্রশ্নঃ পৃথিবীর কোন নদীর জল সবসময় উষ্ণ থাকে?
উত্তরঃ আফ্রিকার নীলনদের (Nile) জল সবসময় উষ্ণ।

৫) প্রশ্নঃ গান্ধীজির আগে ভারতীয় মুদ্রার নোটে কার ছবি ছিল?
উত্তরঃ অশোক স্তম্ভের (Ashoka Pillar) ছবি।

Image

৬) প্রশ্নঃ ভারতের সমগ্র ভূভাগ এর কত শতাংশ পাহাড় পর্বত দ্বারা আবৃত?
উত্তরঃ প্রায় ৩০ শতাংশ।

৭) প্রশ্নঃ মাথা কেটে ফেলার পরও কোন জীব ৭ দিন বেঁচে থাকতে পারে?
উত্তরঃ আরশোলা।

৮) প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেণ্ড সময় লাগে?
উত্তরঃ ৫০০ সেকেণ্ড (৮ মিনিট ২০ সেকেণ্ড)।

৯) প্রশ্নঃ বিশ্বের একমাত্র কোন দেশে কালো গোলাপ দেখতে পাওয়া যায়?
উত্তরঃ তুরস্ক (Turkey) দেশে কালো গোলাপ দেখতে পাওয়া যায়।

Image

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে ‘ভারত’ নামে গ্রাম রয়েছে?
উত্তরঃ পাকিস্তানের শিয়ালকোট শহর থেকে ২৫ কিলোমিটার দূরে চক ভারত (Chak Bharat) নামে একটি গ্রাম রয়েছে।