GK ক্যুইজ : জানেন ভারতের কোন নদীকে ‘ভারতের দুঃখ’ বলা হয়?

ভারতের দুঃখ নামে পরিচিত কোন নদীটি?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এজন্য মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি এই ধরনের তথ্য গুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তরঃ বৈকাল হ্রদ হলো পৃথিবীর গভীরতম হ্রদ, যা রাশিয়ার পূর্ব সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত।

২) প্রশ্নঃ ব্রিটিশ সরকার ও বাঘা যতীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা কি নামে পরিচিত?
উত্তরঃ বুড়িবালামের যুদ্ধ (১৯১৫ সাল)।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সাথে যে পাঁচটি প্রতিবেশী রাজ্যের সীমান্ত রয়েছে, তাদের নাম কি?
উত্তরঃ পূর্বে আসাম, উত্তরে সিকিম, পশ্চিমের বিহার ও ঝাড়খন্ড এবং দক্ষিণ ওড়িশা পশ্চিমবঙ্গের সাথে সীমান্ত ভাগ করেছে।।

৪) প্রশ্নঃ ১৯৮৬ সালে পশ্চিমবঙ্গের কোন জেলাটি ভেঙে দুটি জেলায় পরিণত হয়েছিল?
উত্তরঃ ১৯৮৬ সালে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলাটি উত্তর ও দক্ষিণ নামে দুটি জেলায় বিভক্ত হয়েছিল।

৫) প্রশ্নঃ ভারতে কোন ধরনের সিনেমা দেখা নিষিদ্ধ এবং ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে?
উত্তরঃ শিশু পর্নোগ্রাফি দেখা অবৈধ এবং অপরাধ হিসেবে গণ্য করা হয়।

Image

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি পাকিস্তানের চেয়েও ধনী?
উত্তরঃ পাকিস্তানের চেয়েও ধনী ভারতের মহারাষ্ট্র রাজ্য।

৭) প্রশ্নঃ কোন দেশে চলতি পথে গাড়ির তেল ফুরিয়ে গেলে তা অপরাধ হিসেবে বিবেচিত হয়?
উত্তরঃ জার্মানিতে।

৮) প্রশ্নঃ কোন মাকড়সা দংশন করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে?
উত্তরঃ আমেরিকার ব্ল্যাক উইডো নামক মাকড়সা এতটাই বিষাক্ত যে, এদের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

৯) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের আয়তনের সমান প্রায় কোন দেশটি?
উত্তরঃ ইউরোপের হাঙ্গেরি দেশটি পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে প্রায় একই।

Image

১০) প্রশ্নঃ জানেন কোন নদীকে ‘ভারতের দুঃখ’ বলা হয়?
উত্তরঃ আসলে ব্রহ্মপুত্রকে ‘ভারতের দুঃখ’ বলা হয়। সাম্প্রতিককালে ভারতের এই নদীটি আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে বন্যা সৃষ্টি করে তাণ্ডব চালিয়েছে। একসময় দামোদরকে ‘বাংলার দুঃখ’ বলা হত। কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে।