GK ক্যুইজ : ভারতের কোন রেলপথটি আজও ব্রিটিশদের দখলে রয়েছে?

ব্রিটিশদের দখলে রয়েছে কোন ভারতীয় রেলপথ

General Knowledge Quiz : যেকোন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে, আবার কেউ কেউ নোট করে রাখে। এগুলি কেবল নলেজই বৃদ্ধি করে না, স্মার্টও করে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো

১) প্রশ্নঃ কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? 
উত্তরঃ ১৯৯২ সালে।

২) প্রশ্নঃ ভারতীয় সংবিধানের রচয়িতা কে? 
উত্তরঃ ডক্টর বিআর আম্বেদকর (Dr. BR Ambedkar) হলেন ভারতীয় সংবিধানের রচয়িতা।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে?
উত্তরঃ রাজ্যের রাজ্যপাল ।

৪) প্রশ্নঃ মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয় কবে? 
উত্তরঃ ১৪ই জানুয়ারি ১৯৬৯ সালে।

৫) প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উত্তরঃ মোরারজি দেশাই (Morarji Desai) ছিলেন প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী।

৬) প্রশ্নঃ ভারতীয় ১০০ টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনরের (Governor of Reserve Bank of India)।

৭) প্রশ্নঃ শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে? 
উত্তরঃ টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ (Independence Tree) স্থাপন করেছিলেন।

৮) প্রশ্নঃ তরাইনের প্রথম যুদ্ধ কবে ও কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? 
উত্তরঃ ১১৯১ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের (Prithviraj Chauhan) মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

৯) প্রশ্নঃ ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? 
উত্তরঃ আর্চি (Archie) হলো ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন।

১০) প্রশ্নঃ ভারতের কোন রেলপথটি আজও ব্রিটিশদের দখলে রয়েছে? 
উত্তরঃ শকুন্তলা রেলওয়ে (Shakuntala Railway) আজও ব্রিটিশদের (British) দখলে রয়েছে। এর জন্য প্রতিবছর সরকারকে কোটি টাকারও বেশি কর দিতে হয়।