GK ক্যুইজ : ভারতে কোন ধরনের সিনেমা নিষিদ্ধ, ধরা পড়লে জেল হতে পারে?

ভারতের কোন ধরনের সিনেমা দেখলে জেল হতে পারে?

General Knowledge Quiz : প্রতিটা ছাত্রছাত্রী বড় পদে চাকরি পাওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। আবার কেউ কেউ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খাতাতে নোট করেও রাখে। যাইহোক, এগুলি মানুষের নলেজ বৃদ্ধি করার পাশাপাশি স্মার্টও করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ নোকিয়ার (Nokia) লোগোতে হাত দুটি কার জানেন?
উত্তরঃ নোকিয়া লোগোতে ‘কানেক্টিং পিপল’ ট্যাগলাইনকে বোঝানোর জন্য ছোট হাতের ছেলেটির নাম জ্যাকারি জনসন এবং বড় হাতের ভদ্রমহিলার নাম মার্থা স্টুয়ার্ট।

২) প্রশ্নঃ নীল রঙের ফুলের উপর লাল আলো ফেললে কী হবে?
উত্তরঃ তাহলে নীল রঙের ফুলটিকে কালো দেখাবে।

৩) প্রশ্নঃ জানেন কিডনি আমাদের শরীরের থাকা রক্তকে দিনে কতবার পরিষ্কার করে?
উত্তরঃ প্রায় ৩০০ বারেরও বেশি।

৪) প্রশ্নঃ কোন পাখি ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে?
উত্তরঃ উটপাখি ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে।

৫) প্রশ্নঃ কোন মাকড়সার কামড়ে মানুষের মৃত্যু হতে পারে?
উত্তরঃ আমেরিকার ব্ল্যাক উইডো (Black Widow) মাকড়সা এতটাই বিষাক্ত যে কোন মানুষকে কামড়ালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে।

Image

৬) প্রশ্নঃ ভারতবর্ষ ও ভিয়েতনামের মধ্যে কোন জাতীয় জিনিসের মিল রয়েছে?
উত্তরঃ আসলে ভারত ও ভিয়েতনামের জাতীয় ফুল হলো পদ্ম।

৭) প্রশ্নঃ নারীদের জন্য সবচেয়ে বিপদজনক শহর কোনটি?
উত্তরঃ রিপোর্ট অনুযায়ী, মিশরের রাজধানী কায়রো (Cairo) শহরকে নারীদের জন্য সবচেয়ে বিপদজনক শহর বলা হয়।

৮) প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয় (Nalanda University) কোন গুপ্ত রাজা স্থাপন করেছিলেন?
উত্তরঃ প্রথম কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন।

৯) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে?
উত্তরঃ বৈদ্যুতিক বাল্বের মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে।

১০) প্রশ্নঃ ভারতে কোন ধরনের সিনেমা নিষিদ্ধ, ধরা পড়লে জেল হতে পারে?
উত্তরঃ ভারতে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র নিষিদ্ধ করা হয়েছে, তবে এই নিষেধাজ্ঞা সব ধরনের নীল ছবির উপর নয়। আপনি যদি একা শিশু পর্নোগ্রাফি (Child Pornography) দেখেন তাহলে এটি অবৈধ এবং অপরাধী হিসেবে দেখা হয় এবং এই আইনের অধীনে আপনার জেল পর্যন্ত হতে পারে।