GK কুইজ : ভারতের কোন রেল স্টেশনের নাম একই দিনে ৩ বার বদল করা হয়েছে?

একই দিনে ৩ বার নাম পরিবর্তন করা হয়েছে কোন ভারতীয় রেলস্টেশনটির?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যে শিশু থেকে যেকোনো বয়সের মানুষের নলেজ বৃদ্ধিতে সাহায্য করে। আজকাল যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক বা ইন্টারভিউতে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে কারা?
উত্তরঃ সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ।

২) প্রশ্নঃ রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার কোনটি কিনবে?
উত্তরঃ যুদ্ধবিমান।

৩) প্রশ্নঃ গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উত্তরঃ গৌতম বুদ্ধ ৫৭৩ খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন।

৪) প্রশ্নঃ ভারতীয় ফুটবলের জনক কে?
উত্তরঃ ভারতীর ফুটবলের জনক বলা হয় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে (Nagendra Prasad Sarbadhikari)।

৫) প্রশ্নঃ বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা ছাড়াও আর কোন দেশের নাগরিকত্ব রয়েছে?
উত্তরঃ লিওনেল মেসির কাছে দ্বৈত নাগরিকত্ব রয়েছে — আর্জেন্টিনা ও স্পেন দেশ।

৬) প্রশ্নঃ বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামটি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিম মেদিনীপুর জেলায়।

৭) প্রশ্নঃ বিপ্লবী ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজফফপুর সংশোধনাগারে। বর্তমানে সেই কারাগারের নাম বদলে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামেই নামকরণ করা হয়েছে।

৮) প্রশ্নঃ কোন দেশকে ‘লিটিল ইন্ডিয়া’ বলা হয়?
উত্তরঃ এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত দ্বীপ রাষ্ট্র ফিজিকে ‘লিটিল ইন্ডিয়া’ বলা হয় কারণ এখানে বসবাসকারী ভারতীয় সংখ্যা প্রায় ৩৮%।

৯) প্রশ্নঃ কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২০১০ সালে।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন রেল স্টেশনের নাম একই দিনে ৩ বার বদল করা হয়েছে?
উত্তরঃ হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত হুদা সিটি সেন্টার নামে রেল স্টেশনটি প্রথমে ‘গুরুগ্রাম সিটি সেন্টার’ হিসেবে উল্লেখ করা হয়। এর কিছু সময় পর পরিবর্তন করে ‘মিলেনিয়াম সিটি সেন্টার’ রাখা হয়। শেষবারের মতো রাত ন’টায় এই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম’।