GK কুইজ : ভারতের বৃহত্তম জেলা কোনটি? একসময় সেই নামে একটি রাজ্য ছিল

জানেন ভারতের বৃহত্তম জেলা কোনটি?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের তথ্যগুলি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা। এসএসসি ব্যাংকিং ও রেলওয়ে যেকোনো ধরনের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলি আসে, এমনকি ইন্টারভিউতেও করা হয়। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাজিমাত করতে হলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ কোন রাজা ১০০ বছর বাঘের আকারে কাটিয়েছিলেন?
উত্তরঃ পদ্মপুরাণ অনুসারে, প্রভঞ্জন নামক রাজা একবার শিকারে গিয়ে তিনি অজান্তে একটি হরিণের দিকে তীর নিক্ষেপ করেন যেটি নবজাতক ছিল। এতে হরিণটি রাজাকে বাঘের আকারে ১০০ বছর কাটানোর অভিশাপ দেয়।

২) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই?
উত্তরঃ ভ্যাটিকান সিটিতে।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বিখ্যাত হাওড়া ব্রিজ তৈরি করতে কত টাকা খরচ হয়?
উত্তরঃ তখনকার দিনে প্রায় ২.৫ কোটি টাকা।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আপেল উৎপাদন হয়?
উত্তরঃ জম্মু কাশ্মীরে।

৫) প্রশ্নঃ কোথায় গেলে মানুষের রক্তের রং সবুজ হয়ে যায়?
উত্তরঃ সমুদ্রের গভীরে গেলে সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে সেখানে মানুষের রক্তের রং সবুজ দেখায়।

Image

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের রাতের বেলাতেও চাষ করা হয়?
উত্তরঃ নরওয়ে দেশে কারণ এখানে দিন ও রাত দুই বেলাতেই সূর্যের আলো থাকে।

৭) প্রশ্নঃ ভারতের কোন রেলস্টেশন যেতে ভিসা ও পাসপোর্ট লাগে?
উত্তরঃ পাঞ্জাবের অমৃতসর জেলায় অবস্থিত আটারি রেলওয়ে স্টেশন।

৮) প্রশ্নঃ ভারতের কোথায় ইঁদুরের মন্দির রয়েছে?
উত্তরঃ রাজস্থানের করনি মাতা মন্দিরে ইঁদুর দেবতা জ্ঞানে পূজিত হয়।

৯) প্রশ্নঃ পুলিশ কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ পুলিশকে বাংলায় বলা হয় রাষ্ট্রীয় জনরক্ষক বা নগরপাল।

Image

১০) প্রশ্নঃ ভারতের বৃহত্তম জেলা কোনটি? একসময় সেই নামে একটি রাজ্য ছিল
উত্তরঃ ভারতের বৃহত্তম জেলার নাম হচ্ছে কচ্ছ, যেটি গুজরাটে অবস্থিত। ১৯৫০ সালে একসময় কচ্ছ নামে একটি ভারতের রাজ্য ছিল।