কারো মৃত্যুর পরও কি তার আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইলের লক খোলা যাবে?

মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইলের লক খোলা যাবে কি?

Smartphone Phone Lock: বর্তমানে প্রতিটি মানুষের হাতেই মোবাইল রয়েছে এবং এটি আমাদের ব্যস্ত জীবনের অনেক কাজকে সহজ করে তুলেছে। অনলাইন ক্লাস থেকে শুরু করে ব্যাংকিং ও সরকারি কাজেও মোবাইলের গুরুত্ব অপরিসীম। এখন প্রশ্ন হল কারো মৃত্যুর পরও কি তার আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইলে লক খোলা যায়?

Image

আসলে প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা। সুতরাং এই ক্ষেত্রে কোন ব্যক্তিকে শনাক্ত করতে তার আঙুলের ছাপই যথেষ্ট। এমনকি আধার ও পাসপোর্টসহ অনেক নথির জন্য আঙুলের ছাপ প্রয়োজন।

এদিকে স্মার্টফোনগুলিতেও এখন ফিঙ্গারপ্রিন্ট লক (Fingerprint Lock) এর সুবিধা দিচ্ছে। আর সেই কারণেই ওই নির্দিষ্ট ব্যক্তির আঙুলের ছাপ ছাড়া ওই স্মার্টফোনটিকে আনলক করা অসম্ভব বললেই চলে। নিশ্চয় আপনারও এই প্রশ্নটি কখনো না কখনো মনে এসেছে যে কোনও ব্যক্তির মৃত্যু হলে তার আঙুলের ছাপ দিয়ে কি তার মোবাইলের লক কি খোলা যাবে?

Image

টেক বিশেষজ্ঞদের মতে, মৃত ব্যক্তির আঙুলের ছাপ দিয়ে তার মোবাইল আনলক করা যাবে না। আসলে, মানুষের মৃত্যুর পর তার শরীরের নানান পরিবর্তন ঘটতে শুরু করে। আসলে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট লক সেন্সর আঙ্গুল দ্বারা চলমান বৈদ্যুতিক পরিবাহিতার মাধ্যমে কাজ করে।

Image

তবে মৃত্যুর পর শরীরে বৈদ্যুতিক পরিবাহিতা শেষ হয়ে যায়। মোবাইলের সেন্সর বৈদ্যুতিক পরিবাহী ছাড়া আঙুলকে সনাক্ত করতে সক্ষম হবে না। সুতরাং, কারোর মৃত্যুর পর তার আঙুলের ছাপ দিয়ে মোবাইল করা অসম্ভব বললেই চলে। বিশেষ করে, আইফোনের (iPhone) ক্ষেত্রে মৃত ব্যক্তির আঙুলের ছাপ দিয়ে তার মোবাইল লক খোলা যায় না।