চাকরির ইন্টারভিউ প্রশ্ন: মেয়েদের শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি?

Interview Questions: বিভিন্ন চাকরি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। তবে এই সময় প্রার্থীদের এমনভাবে ঘুরিয়ে বা ডাবল মিনিং প্রশ্ন করা হয়, যাতে তারা বিভ্রান্ত হয়ে পড়েন। বিগত কয়েক বছরে আইএএস-এর মত পরীক্ষার ইন্টারভিউতেও এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল, যা শুনে অনেকেই হতবাক হয়। এবার উত্তর সহ দেখে নেওয়া যাক…

১) প্রশ্ন: তেলেগু কোন রাজ্যে সরকারি ভাষা?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

২) প্রশ্ন: ভারতে প্রথম কবে ট্রেন চলে?
উত্তর: ১৮৫৩ সালের ১৬ এপ্রিল (মুম্বাই ও থানের মধ্যে)

৩) প্রশ্ন: কোন পরিকল্পনায় ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজন হয়েছিল?
উত্তর: মাউন্টব্যাটেন পরিকল্পনা।

৪) প্রশ্ন: গোয়া পর্তুগিজদের হাত থেকে মুক্তি পায়?
উত্তর: ১৯৬৪ সালে।

৫) প্রশ্ন: মানুষ প্রথম চাঁদে পা রেখেছিল কত সালে?
উত্তর: ১৯৬৯ সালে। (মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন।)

৬) প্রশ্ন: হিন্দু ধর্মে মোট কয়টি পুরাণ রয়েছে?
উত্তর: ১৮টি।

৭) প্রশ্ন: ভারতের সবচেয়ে শীতলতম স্থান কোনটি?
উত্তর: লেহ (শীতকালে -২৮° সেলসিয়াস তাপমাত্রা হয়)।

Image

৮) প্রশ্ন: যন্তর মন্তর ভারতের কোন শহরে অবস্থিত?
উত্তর: দিল্লিতে।

৯) প্রশ্ন: এপিকালচার কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: মৌমাছি পালনের ক্ষেত্রে।

১০) প্রশ্ন: ATM এর পুরো নাম কি?
উত্তর: অটোমেটিক টেলার মেশিন (Automated Teller Machine বলা হয়)

১১) প্রশ্ন: কেরালায় ফসল কাটার সময় কোন উৎসব পালিত হয়?
উত্তর: ওনাম।

১২) প্রশ্ন: বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উত্তর: নীল তিমি।

Image

১৩) প্রশ্ন: বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?
উত্তর: মহাভারত।

১৪) প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম রেললাইন কোনটি?
উত্তর: ট্রান্স সাইবেরিয়ান (রাশিয়ার মস্কো শহর থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহর পর্যন্ত বিস্তৃত)।

১৫) প্রশ্ন: মেয়েদের শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি)
উত্তর: মানব শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ জিভ। (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে মেয়েদের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছিল)।