কুইজ : ভারতের কোনটি একমাত্র রাজ্য যার সরকারি ভাষা ইংরেজি?

ভারতের একমাত্র সরকারি ভাষা ইংরেজি কোন রাজ্যে?

General Knowledge Quiz : ভারত সম্পর্কিত এমন অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে যেগুলি খুব কম মানুষই জানেন। এই প্রতিবেদনে তেমনি কিছু তথ্য নিয়ে আসা হয়েছে যেগুলো আপনার নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতে পারে। এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। এবার দেখে নেওয়া যাক।

১) প্রশ্নঃ ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যালয় কোনটি জানেন?
উত্তরঃ দেরাদুনের ‘দ্যা দুন স্কুল’টি ভারতের সবচেয়ে ব্যয়বহুল এবং সেরা প্রতিষ্ঠানগুলির মধ্যে গণ্য করা হয়।

২) প্রশ্নঃ বলতে পারবেন বিশ্বের কোন দেশে একটিও ট্রাফিক সিগন্যাল নেই?
উত্তরঃ আসলে ভুটান দেশের একটিও ট্রাফিক সিগন্যাল দেখতে পাবেন না।

৩) প্রশ্নঃ জানেন ভারতে প্রথম মেট্রো পরিষেবা কোথায় শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯৮৪ সালে ২৪ অক্টোবর কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল।

৪) প্রশ্নঃ বলুন তো মানব দেহের সবচেয়ে ছোট হাড়টি কোন অঙ্গে রয়েছে?
উত্তরঃ আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড়টি রয়েছে কানে, যার নাম স্টেপিস।

৫) প্রশ্নঃ এমন কিছুই জিনিস, যা আমরা কখনই খুলিনা কিন্তু অবশ্যই বন্ধ করি?
উত্তরঃ আসলে এখানে অ্যালার্মের কথা বলা হয়েছে।।

৬) প্রশ্নঃ জানেন ভারতের সবচেয়ে আঁকাবাঁকা নদী কোনটি?
উত্তরঃ কোসী ভারতের একমাত্র নদী যার গতিপথ সবচেয়ে বেশি আঁকাবাঁকা।

Image

৭) প্রশ্নঃ কোন মুঘল শাসক যিনি সপ্তাহের সাত দিনই ভিন্ন ভিন্ন রংয়ের পোশাক পরতেন?
উত্তরঃ হুমায়ুন সপ্তাহের প্রতিদিনই ভিন্ন ভিন্ন রংয়ের পোশাক পরতেন।

৮) প্রশ্নঃ কোন দেশের মাত্র ৪০ মিনিটের জন্য রাত হয়?
উত্তরঃ আসলে নরওয়ে দেশে মাত্র ৪০ মিনিটের জন্য রাত হয়।

৯) প্রশ্নঃ ভারতের কোনটি একমাত্র রাজ্য যার সরকারি ভাষা ইংরেজি?
উত্তরঃ নাগাল্যান্ড হলো ভারতের একমাত্র রাজ্য যার সরকারি ভাষা ইংরেজি।

Image

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে একটিও নদী প্রবাহিত হয় না?
উত্তরঃ আসলে সৌদি আরব দেশে একটিও নদীর প্রবাহিত হয় না। এমনকি এখানে বৃষ্টির পরিমাণও খুবই কম।