কুইজ : ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম কোনটি জানেন?

কোনটি ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম?

General Knowledge Quiz : শিক্ষার্থীদের সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় দেশের নাম কী?
উত্তরঃ ভারতবর্ষ।

২) প্রশ্নঃ কোন দেশকে ‘এশিয়ার বজ্রপাতের ভূমি’ বলা হয়?
উত্তরঃ ভুটানকে ‘এশিয়ার বজ্রপাতের ভূমি’ বলা হয়

৩) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহ রাশিয়া দেশের থেকেও আকারে ছোট?
উত্তরঃ রাশিয়া দেশের থেকেও আকারে ছোট প্লুটো (Pluto) । বর্তমানে এটি একটি বামন গ্রহ।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম দাবা গ্রান্ডমাস্টারের নাম কী?
উত্তরঃ বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand) হলেন ভারতের প্রথম দাবা গ্রান্ডমাস্টার।

৫) প্রশ্নঃ জমিদারী প্রথা কত সালে বিলুপ্ত হয়ে যায়?
উত্তরঃ ১৯০০ সালের দিকে জমিদারি প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।

৬) প্রশ্নঃ মানুষের দ্বারা খনন করা সবচেয়ে বড় গর্ত কোথায় রয়েছে?
উত্তরঃ মানুষের দ্বারা খনন করা সবচেয়ে বড় গর্ত রয়েছে রাশিয়ায়।

Image

৭) প্রশ্নঃ বাংলার কোন পাখির ডাক সবচেয়ে মিষ্টি?
উত্তরঃ কোয়েল পাখির ডাক সবচেয়ে মিষ্টি।

৮) প্রশ্নঃ বাংলার ‘সনেট’-র জনক কাকে বলা হয়?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্তকে (Michael Madhusudan Dutt) বাংলার ‘সনেট’-র জনক বলা হয়।

৯) প্রশ্নঃ কোন প্রাণী ভূমিকম্প হওয়ার অনেক আগে থেকেই টের পেয়ে যায়?
উত্তরঃ মাটিতে বসবাসকারী প্রাণী যেমন কেঁচো, সাপ এরা ভূমিকম্প হওয়ার আগে থেকেই জানতে পেরে যায়।

Image

১০) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম কোনটি জানেন?
উত্তরঃ কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) ভারতের প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ১৮৬৪ সালে নির্মিত হয়েছিল।