GK ক্যুইজ : ভারতের কোন রাজ্যের জেলাগুলি ওই রাজ্যের নামেই রাখা হয়েছে?

ভারতের কোন জেলাগুলি রাজ্যের নামে রাখা হয়েছে?

General Knowledge Quiz : যেকোনো সংস্থায় চাকরি পাওয়ার জন্য আপনার উচ্চ নলেজ দক্ষতা থাকতে হবে। তাই মেধাবী ছাত্ররা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ NATO (The North Atlantic Treaty Organization / উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ NATO-এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা ৩১।

২) প্রশ্নঃ ‘দ্য গড অফ স্মল থিংস’ (The God of Small Things) উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ দ্য গড অব স্মল থিংস (ছোট বিষয়ের ঈশ্বর) অরুন্ধতী রায় রচিত উপন্যাস।

৩) প্রশ্নঃ সম্প্রতি ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের কোন জায়গা?
উত্তরঃ বোলপুরের শান্তিনিকেতন (Santiniketan)।

৪) প্রশ্নঃ ২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টে সেরা খেলোয়ার হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ ৯ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

৫) প্রশ্নঃ কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? 
উত্তরঃ মিলখা সিংকে (Milkha Singh)।

৬) প্রশ্নঃ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর?
উত্তরঃ ৬৫ বছর।

৭) প্রশ্নঃ দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসক কোন ধরনের কী ব্যবহার করেন?
উত্তরঃ অবতল দর্পণ।

৮) প্রশ্নঃ কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?
উত্তরঃ ৩৫৬ ধারা (স্টেট এমার্জেন্সি)।

৯) প্রশ্নঃ কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে কোথায়?
উত্তরঃ হলদি নদীতে।

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের জেলাগুলি ওই রাজ্যের নামেই রাখা হয়েছে?
উত্তরঃ আসলে ভারতের গোয়া (Goa) রাজ্যের মাত্র দুটি জেলা রয়েছে এবং তাদের নাম উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া।