GK : পশ্চিমবঙ্গের কোন জেলাটি দুদিনের জন্য পাকিস্তানের অংশ ছিল?

দুদিন পাকিস্তানের অংশ ছিল পশ্চিমবঙ্গের কোন জেলাটি?

General Knowledge Quiz : আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। কারণ লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়?
উত্তরঃ নাগপুর কে কমলালেবুর শহর বলা হয়।

২) প্রশ্নঃ হিলতোলা প্রথম কাদের জন্য তৈরি করা হয়েছিল?
উত্তরঃ পারস্যের সৈনিকেরা সর্বপ্রথম হিলতোলা জুতোর ব্যবহার করা শুরু করে।

৩) প্রশ্নঃ জমিতে দেওয়া কোন সার তৈরি করতে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তরঃ ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়।

৪) প্রশ্নঃ জানেন মহাকাশে বলা প্রথম ভাষা কোনটি ছিল?
উত্তরঃ মহাকাশে বলা প্রথম ভাষাটি ছিল রাশিয়ান।

৫) প্রশ্নঃ কোন দেশের জাতীয় ফুল সূর্যমুখী?
উত্তরঃ ইউক্রেন দেশের জাতীয় ফুল হলো সূর্যমুখী।

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কী?
উত্তরঃ ছাতিম গাছ হল পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ।

Image

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্রথম আলুর চাষ শুরু হয়েছিল?
উত্তরঃ পেরু দেশে সর্বপ্রথম আলুর চাষ শুরু হয়।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ‘মুকেশ আম্বানি’ কাকে বলা হয়?
উত্তরঃ বেনু গোপাল বাঙ্গুরকে (Benu Gopal Bangur) পশ্চিমবঙ্গের মুকেশ আম্বানি বলা হয়। যিনি শ্রী সিমেন্টের প্রতিষ্ঠাতা।

৯) প্রশ্নঃ ভগবান কার্তিকের স্ত্রীর নাম কী জানেন?
উত্তরঃ পুরাণ অনুযায়ী দেবী ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী।

Image

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলাটি দুদিনের জন্য পাকিস্তানের অংশ ছিল?
উত্তরঃ দেশভাগের সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলাটি পূর্ব পাকিস্তানের (যার বর্তমান নাম বাংলাদেশ) অংশে পড়ে যায়। এরপর নদীয়া মানুষেরা প্রচন্ড বিক্ষোভ শুরু করে। অবশেষে ১৮ই আগস্ট ভারতে অন্তর্ভুক্ত হয় আর সেই থেকে প্রতিবছর এই জেলার মানুষেরা ওই দিনেই স্বাধীনতা দিবস পালন করে।